নিজস্ব প্রতিবেদকঃ মিরপুর টেস্টের প্রথম দিনে পড়ল ১২ উইকেট। আয়ারল্যান্ড ২১৪ রানে গুঁটিয়ে যায় নিজেদের প্রথম ইনিংসে। জবাব দিতে নেমে ২ উইকেট হারিয়ে ৩৪ রান করে প্রথমদিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। আইরিশদের অলআউটে বড় অবদান স্পিনার তাইজুল ইসলামের। ৫ উইকেট নিয়েছেন এই বাঁহাতি। লাল বলের মঞ্চে ১১তম ৫ উইকেট পাওয়ার দিনে সংবাদ সম্মেলনে এই স্পিনার, ক্যারিয়ার শেষে নামের পাশে ৫০০-৬০০ উইকেট দেখতে চান।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৮ রানে ৫ উইকেট নেয়ার পর তাইজুল জানিয়েছেন, কোথায় ক্যারিয়ার শেষ করতে চান। তাইজুলের ভাষায়, ‘মন তো চায়, ৫০০-৬০০ উইকেট নেই। বয়স হইছে বুড়া হয়ে যাই নাই তো (হাসি)।’
৫ উইকেট নেওয়া তাইজুল জানালেন এমন অর্জনের অনুভূতি ভালোলাগার। তিনি বলেন, ‘অবশ্যই ভালো লাগার বিষয়, প্রথম ইনিংসেই ৫ উইকেট। আর উইকেটের যে অবস্থা এই উইকেটে ৫ উইকেট পাওয়াটা কঠিন হয়। তো আলহামদুলিল্লাহ, যে ৫ উইকেট পেয়েছি।’
মঙ্গলবার আয়ারল্যান্ডকে ২১৪ রানে আটকে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশ অস্বস্তিতে দিন শেষ করেছে। দিনের তৃতীয় সেশনে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় স্বাগতিকরা। নাজমুল হোসেন শান্ত ওপেনিংয়ে নেমে গোল্ডেন ডাকের স্বাদ পেয়েছেন। ফিল্ডিং করতে গিয়ে হাতে আঘাত পেলেও তামিম ওপেনিংয়ে ব্যাট করতে নেমেছিলেন। তবে ২১ রানের বেশি করতে পারেন নি এই বাঁহাতি ব্যাটার। ২ উইকেট হারিয়ে ৩৪ রান করে দিন শেষ করেছে টাইগাররা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post