স্পোর্টস ডেস্ক:: অবশেষে ইউরোতে ইংল্যান্ডের কাছে রাজত্ব হারালো জার্মানি। পাঁচ দশকের অপেক্ষা ফুরিয়ে ইউরো সেরা হলো ইংল্যান্ডের নারীরা। উইমেন্স ইউরোতে জার্মানির রাজত্বে থাবা বসিয়েছে স্বাগতিকরা। রাতের ফাইনালে ২-১ গোলের ম্যাচে জার্মানিকে হারিয়ে প্রথমবারের মতো ইউরো জিতলো ইংল্যান্ড নারী দল।
ইংল্যান্ডের নারী দল মেজর ট্রফি জেতার জন্য বছরের পর বছর থেকে অপেক্ষা করছিলো। কিন্তুু কাঙ্খিত সাফল্য আসছিলো না। অভশেষে ঘরের মাঠে প্রায় ৯০ হাজার দর্শককে মাতিয়ে শিরোপা জিতলো দলটি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো নারীদের ফাইনালে ২-১ গোলে জিতে ইংল্যান্ড।
ম্যাচের প্রথমার্ধে দুই দল দারুণ ক্রীড়া নৈপুণ্য উপহার দেয়। তবে কাঙ্খিত গোল আদায় করতে পারেনি কেউ। দু’দলই সুযোগ করেছে নষ্ট। গোল শুন্য সমতায় রেখে বিরতিতে যায় তারা। বিরতির পর দ্বিতীয়ার্ধেই গোলের জট খুলে ফাইনালের মহারণে।
ম্যাচের ৫৬তম মিনিটে ইংল্যান্ড কোচ বদলী হিসেবে মাঠে নামান এলা টুনকে। কোচের আস্থার প্রতিদান দিয়ে মিনিট ছয়েক পরেই জার্মানির জালে বল পাঠিয়ে স্বাগতিকদের লিড এনে দেন তিনি। ইংল্যান্ড এগিয়ে যায় ১-০ গোলে। উচ্ছ্বাস ফিরে ওয়ম্বলিতে।
তবে বেশি সময় লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ম্যাচের ৭৯তম মিনিটে মাগুলার গোলে সমতায় ফেরে জার্মানি। ১-১ গোলের সমতায় তাই শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। ফলাফলের জন্য ম্যাচ যায় তখন অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ১১০তম মিনিটে জার্মানির জালে শেষ পেরেক ঠুকে দেন ক্লোয়ি ম্যাগি। আর তাতেই প্রথমবার বড় কোনো শিরোপা নিয়ে মাঠ ছাড়ে ইংলিশ নারী দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০