স্পোর্টস ডেস্কঃ গেল রাতে স্প্যানিশ সুপার কাপে জমজমাট লড়াইয়ে অ্যাথলেটিকো মাদ্রিদকে ৫-৩ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দুই নগর প্রতিদ্বন্দ্বীর রোমাঞ্চকর সেমি ফাইনালের ম্যাচটি হয়েছিল সৌদি আরবে। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচ শেষ দিকে দুই গোল করে ম্যাচ নিজেদের করে নিয়েছে রিয়াল।
ম্যাচ হারলেও, অ্যাথলেটিকোর হয়ে অনন্য কীর্তি গড়েছেন গ্রিজম্যান। ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এখন এই ফরাসি তারকা। ভেঙে দিয়েছেন ৫০ বছর আগে করা লুইস আরাগোনেসের করা ১৭৩ গোলের সর্বোচ্চ রেকর্ড।
রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে এই ম্যাচে ৩৭তম মিনিটে গোল করেন গ্রিজম্যান। সমতাসূচক দ্বিতীয় গোলটি আসে তার পা থেকে। এরপরই ইতিহাস গড়েন। ১৭৪ গোল নিয়ে এখন থেকে ৩২ বছর বয়সী তারকাই এককভাবে সর্বোচ্চ গোলদাতা ক্লাবের ইতিহাসের।
গেল ডিসেম্বরে লা লিগায় গেতাফের বিপক্ষে জোড়া গোল করে লুইস আরাগোনেসের সমান ১৭৩ গোলের রেকর্ড স্পর্শ করেন। নতুন বছরে এবার যৌথভাবে থেকে এককভাবে ক্লাবের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করলেন গ্রিজম্যান। সামনে এই রেকর্ড সমৃদ্ধ করার দারুণ সুযোগ গ্রিজম্যানের সামনে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post