নিজস্ব প্রতিবেদক:: বিশ্বকাপের সুপার এইটে টানা দুই হারে এবারের মতো বিশ্বকাপ দৌড় আপাতত শেষ বাংলাদেশের। অস্ট্রেলিয়ার কাছে হারের পর এবার ভারতের কাছে ৫০ রানে হেরেছে বাংলাদেশ। সুপার এইটের তিন ম্যাচের প্রথম দু’টিতেই হার। আফগানিস্তানের বিপক্ষে জিততে পারলে শান্তনার জয় নিয়ে বাড়ী ফেরা যাবে।
অ্যান্টিগায় আগে ব্যাট করে ভারত ১৯৬ রান তুলে ছিলো। চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নামা বাংলাদেশকে থামতে হয়েছে ১৪৬ রানে। তাতে ৫০ রানের বড় জয় পেয়েছে ভারত।
টস হেরে ব্যাট করতে নামা ভারত উদ্বোধনী জুটিতেই তুলে নেয় ৩৯ রান। ইনিংসের চতুর্থ ওভারের চতুর্থ বলে সাকিব আল হাসানের শিকারে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। ব্যক্তিগত ২৩ রানে ফিরে যান অধিনায়ক রোহিত শর্মা। দলীয় ৭১ রানে তানজীম সাকিবের শিকারে ব্যক্তিগত ৩৭ রানে বিরাট কোহলিও ফিরেন প্যাভেলিয়নে।
তবে ছোট ছোট জুটিতে ভারত রানের চাকা টিকই সচল রাখে। হার্দিক পান্ডিয়া ‘বিস্ফোরক’ হাফ সেঞ্চুরিতে বড় সংগ্রহ পেয়ে যায় দলটি। ইনিংস সর্বোচ্চ এই সংগ্রাহক সাত চার ও তিন ছক্কায় ২৭ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। শিবম দুবের ৩৪ ও পন্থের ৩৬ রানে ভারত ৫ উইকেটে ১৯৬ রান তুলে ফেলে।
বাংলাদেশের হয়ে তানজীম সাকিব ও রিশাদ ২টি করে উইকেট লাভ করেন।
১৯৭ রানের চ্যালেঞ্জিং টার্গেটে ব্যাট করতে নামা বাংলাদেশ উদ্বোধনী জুটিতে তুলে ৩৫ রান। ইনিংসের পঞ্চম ওভারের তৃতীয় বলে ব্যক্তিগত ১৩ রানে লিটনের বিদায়ে ভাঙে উদ্বোধী জুটি। ১০ বলের ইনিংসে তিনি একটি ছক্কা ও একটি চার হাঁকিয়েছেন। আরেক ওপেনার তানজীদ তামিম চার চারে ৩১ বলে করেন ২৯ রান।
ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের চাকা ঘুরাতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। ইনিংস সর্বোচ্চ ৪০ রান করেন অধিনায়ক শান্ত। ৩২ বলের ইনিংসে তিনটি ছক্কা ও একটি চার হাঁকিয়েছেন তিনি। ২৪ রান করেছেন রিশাদ। ১৩ রান মাহমুদউল্লাহ রিয়াদের। সাকিব করেছেন ১১ রান। বাংলাদেশ আট উইকেটে থেমেছে ১৪৬ রানে।
ভারতের হয়ে কুলদীপ যাদব ৩টি, বুমরাহ ও অর্শ্বদ্বীপ ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post