স্পোর্টস ডেস্ক:: এই মাঠে রান হতো না, ডেকে নেওয়া হলো বাংলাদেশি কিউরেটরদের। মাঠ তৈরি হলো। রানও হচ্ছে বেশ। নেপালের ক্রিকেটাররা করছেন সেঞ্চুরি। ৫৩৬ রানের ম্যাচ ৮৪ রানে জিতে এসিসির মেন্স প্রিমিয়ার কাপ জয় দিয়ে শুরু করলো নেপাল। স্বাগতিকদের কাছে বড় ব্যবধানে হারলো ওমান।
নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে স্বাগতিকরা কুশেল মাল্লার সেঞ্চুরিতে ৩১০ রান তুলে। জবাবে খেলতে নামা ওমান মোহাম্মদ নাদিমের হাফ সেঞ্চুরিতে বড় হার এড়াতে পারেনি। সন্দীপ লামিচানের রেকর্ড গড়ার দিনে অলআউট হয়েছে ২২৬ রানে। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম ইনিংসে ১০০ উইকেটের মালিক হয়েছেন লামিচান।
টস হেরে ব্যাট করতে নামা নেপাল কুশেল মাল্লার সেঞ্চুরি ও সমপাল কামির হাফ সেঞ্চুরিতে ৩১০ রানের বিশাল পূঁজি পায়। ইনিংস সর্বোচ্চ ১০৮ রান করেন সেঞ্চুরিয়া কুশাল। ৬৪ বলের ইনিংস সাজিয়েছেন দশ ছক্কা ও নয় চারে। ৩৩ রান করেছেন ভীম সারকি। ২৯ রানে অপরাজিত থেকেছেন কারান কেসি। হাফ সেঞ্চুরি করে অপরাজিত থাকেন সমপাল। ৪৮ বলে নয় চারে ৬৩ রানে আসে তার ব্যাট থেকে।
ওমানের হয়ে আয়ান খান ২টি উইকেট লাভ করেন।
৩১১ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে ওমান নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। নেপালি বোলারদের প্রতিরোধ গড়ে বড় জুটি গড়তে পারছিলেন না কেউই। ব্যাট হাতে কিছুটা লড়াই করেছেন মোহাম্মদ নামিদ ও সন্দীপ গউ। ইনিংস সর্বোচ্চ ৬৫ রান করেছেন নাদিম। ৮৪ বলের ধীরলয়ের ইনিংসে সাত চার ও এক ছক্কা হাঁকিয়েছেন তিনি। ৫৬ বলে ৪৬ রান করেছেন সন্দীপ। ২৯ রান এসেছে আয়ান খানের ব্যাট থেকে। ৪৬.৩ ওভারে ২২৬ রানে থামতে হয় দলটিকে।
নেপালের হয়ে কারান কেসি ও সন্দীপ লামিচানে ৩টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post