স্পোর্টস ডেস্ক:: টানা দুই জয়ে টি-২০ বিশ্বকাপের গ্রুপ দুইয়ের শীর্ষে উঠলো বিরাট কোহলি-রোহিত শর্মাদের ভারত। নেদারল্যান্ডসকে ৫৬ রানে হারিয়েছে ভারতীয় দল। পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা ভারত ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে।
আগে ব্যাট করা ভারত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবের হাফ সেঞ্চুরিতে ২ উইকেটে ১৭৯ রান তুলেছিলো। জবাবে খেলতে নামা নেদারল্যান্ডস ৯ উইকেটে ১২৩ রান তুলতে সমর্থ হয়।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের।পাওয়ার প্লে’র ৬ ওভারে ১ উইকেট হারিয়ে মাত্র ৩২ রান তুলতে পারে দলটি। ডাচ বোলাররা বেশ ভালোভাবেই চেপে ধরেছিল তাদেরকে। ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলে ফিরেছেন ওপেনার লোকেশ রাহুল। অফ ফর্মে থাকা এই তারকা ওপেনার ভন মিকিরিনের বলে এলবিডব্লিউর শিকার হওয়ার আগে ১২ বলে ১ বাউন্ডারিতে ৯ রান করেন।
এরপর ভারতের ইনিংস টেনে নিয়ে যান অধিনায়ক রোহিত শর্মা ও টপ অর্ডার ব্যাটার বিরাট কোহলি। এর মধ্যে পঞ্চম ওভারের শেষ বলে গিয়ে জীবন পান রোহিত। ফ্রেড ক্লাসেনের বলে মিড অনে ক্যাচ তুলে দেন এই ওপেনার। তবে সহজ ক্যাচ লুফে নিতে ব্যর্থ হন প্রিঞ্জল। তারই খেসারত ভালোভাবেই দেয় পুরো নেদারল্যান্ডস দল।
কোহলির সাথে ৭৩ রানের জুটি গড়ে দলকে ভালো জায়গায় নিয়ে যান রোহিত। অধিনায়কের বিদায়ে ১২তম ওভারের শেষ বলে গিয়ে ভাঙে সেই জুটি। তবে এর আগে আন্তর্জাতিক ক্যারিয়ারের ২৯তম ফিফটি হাঁকান রোহিত। ৩৯ বলে ৪ বাউন্ডারি ৩ ছক্কায় ৫৩ রানের ইনিংস খেলেন ডানহাতি এই ওপেনার।
উইকেটে এসে সূর্যকুমার ঝড়ো ব্যাটিং করেন। কোহলির সাথে ৪৮ বলে ৯৫ রানের ঝড়ো অবিচ্ছিন্ন এক জুটি গড়ে দলের বড় সংগ্রহ দাঁড় করান। ৩৫তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফিফটি হাঁকিয়ে কোহলি অপরাজিত থাকেন ৬২ রানে। তার ৪৪ বলের ইনিংসটি সাজানো ছিল ৩ বাউন্ডারি ও ২ ছক্কায়। আর সূর্যকুমার আন্তর্জাতিক ক্যারিয়ারের দশম ফিফটি হাঁকিয়ে অপরাজিত থাকেন ৫১ রান করে। তার ২৫ বলের ক্যামিও ইনিংসটি সাজানো ছিল ৭ বাউন্ডারি ও ১ ছক্কায়।
নেদারল্যান্ডসের হয়ে ফ্রেড ক্লাসেন ও ভন মিকিরিন ১টি করে উইকেট লাভ করেন।
১৮০ রানের টার্গেটে খেলতে নামা নেদারল্যান্ডস ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে রানের চাকা সচল রাখতে পারেনি। ধীর গতিতে রান তুলেছে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে।
বিশের কোটা ছুঁতে পেরেছেন মাত্র একজন ডাচ ব্যাটার। ইনিংস সর্বোচ্চ ২০ রান করেছেন টিম প্লেগনার। ১৫ বলের ইনিংসে একটি করে চার ও ছক্কা হাঁকিয়েছেন তিনি। ১৬ রান করে সংগ্রহ করেছেন তিন জন ব্যাটার। ম্যাক্সউড ১০ বলে ১৬, বাস ডি লিডি ২৭ বলে ১৬ ও সারিজ আহমদ ১১ বলে ১৬ রানে অপরাজিত থাকেন। এছাড়া ১৭ রান করেন কুলিন।
ভারতের হয়ে ভুবনেশ্বর কুমার, অর্শ্বদ্বীপ, অশ্বিন ও প্যাটেল প্রত্যেকে ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০