স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২২-২৩ মৌসুমের নতুন সূচি ঘোষণা করা হয়েছে। ইপিএলের আগামী মৌসুম শুরু হবে চলতি বছরের ৫ আগস্ট থেকে। আর আসর শেষ হবে আগামী বছরের ২৮ মে। এক বিবৃতিতে সম্প্রতি ইপিএল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে বিষয়টি।
এবারের আসরের পর্দা ওঠবে আর্সেনাল ও ক্রিস্টাল প্যালেসের মধ্যকার ম্যাচ দিয়ে। গেল মৌসুমেও লন্ডনের এই দুই ক্লাবের ম্যাচ দিয়ে পর্দা ওঠেছিল আসরের। গেল আসরের রানার্সআপ দল লিভারপুল নিজেদের প্রথম ম্যাচ খেলবে উদ্বোধনী দিনের পরদিন, অর্থাৎ ৬ আগস্ট। মাত্র এক পয়েন্টের জন্য গেলবার শিরোপা মিস করা দলটির প্রতিপক্ষ পুনরায় প্রিমিয়ার লিগে ফেরা ফুলহ্যাম।
একইদিন মাঠে নামবে চেলসি ও টটেনহ্যাম হটস্পার। চেলসির প্রতিপক্ষ এভারটন, আর টটেনহ্যাম খেলবে সাউদাম্পটনের বিপক্ষে।
এদিকে গেল মৌসুমের চ্যাম্পিয়ন দল ম্যানচেস্টার সিটি মাঠে নামবে আগামী ৭ আগস্ট। আসরের প্রথম ম্যাচে পেপ গার্দিওলার দলের প্রতিপক্ষ ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। একইদিনে ম্যানচেস্টার ইউনাইটেডও মাঠে নামবে। নতুন কোচ টেন হাগের অধীনে প্রিমিয়ার লিগে প্রথমবারে মতো ক্রিশ্চিয়ানো রোনালদোরা মাঠে নামবে ব্রাইটনের বিপক্ষে ম্যাচ দিয়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা