নিজস্ব প্রতিবেদকঃ ব্যাট হাতে দাপট দেখানোর পর আয়ারল্যান্ডের বিপক্ষে বল হাতেও ছড়ি ঘুরাচ্ছে বাংলাদেশ দল। এক সাকিব আল হাসান নাকানি-চুবানি খাওয়াচ্ছেন আইরিশ ব্যাটারদের। একের পর এক উইকেট তুলে নিয়ে সফরকারীদের ব্যাটিং লাইনআপকে বিধ্বস্ত করেছেন সাকিব।
ইতিমধ্যেই বোলিংয়ে নিজের চার ওভারের কোটা পূরণ করে ফেলেছেন সাকিব। আর সেখানে মাত্র ২২ রান খরচায় তুলে নিয়েছেন ৫ উইকেট। যা কিনা তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেরা বোলিং ফিগার। অল্পের জন্য ক্যারিয়ার সেরা বোলিং ফিগার হয়নি।
তবে সেই আফসোস থাকলেও, নতুন আরও তিনটি কীর্তি গড়েছেন। নিউজিল্যান্ডের টিম সাউদিকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার এখন সাকিব আল হাসান। সর্বোচ্চ ১৩৬ উইকেট এখন সাকিবের নামের পাশে। আর টিম সাউদির উইকেট সংখ্যা ১৩৪। সাম্প্রতিক সময়ে সাউদির সাথে সাকিবের ইঁদুর-বিড়াল দৌড় চলছে এই জায়গায়।
এছাড়া স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। এই ম্যাচের আগে ৪৪৬ উইকেট ছিল ৩৯৪ ইনিংসে। আর এখন সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ৩৯৫ ইনিংসে ৪৫১ উইকেটে। বাঁহাতি সাকিব প্রতিনিয়তই সবাইকে মুগ্ধ করে যাচ্ছেন সবাইকে।
এর বাইরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি প্রথম অধিনায়ক হিসেবে দুই বার ৫ উইকেট শিকার করেছেন সাকিব। ক্যারিয়ারের সব মিলিয়ে দুই বার ৫ উইকেট পেয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। আর দুই বারই অধিনায়ক হিসেবে। এর আগের বার উইন্ডিজের বিপক্ষে ২০ রানে ৫ উইকেট নেন। যেটি তাঁর ক্যারিয়ার সেরা বোলিং ফিগার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post