নিজস্ব প্রতিবেদকঃ শুরুর ঝড়ের পরও বড় স্কোর গড়তে পারল না ফরচুন বরিশাল। মিডল অর্ডারের ব্যর্থতার পরও অবশ্য চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে দলটি। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করেছে বরিশাল। রংপুর রাইডার্সের হয়ে আবু হায়দার রনি একাই ৫ উইকেট নিয়েছেন। এই বাঁহাতি পেসার দেখা পেয়েছেন ক্যারিয়ার সেরা বোলিং ফিগারের।
জিততে হলে রংপুর রাইডার্সকে করতে হবে এখন ১৫২ রান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই আগ্রাসী বরিশাল। বিশেষ করে দলটির অধিনায়ক তামিম ইকবাল বিশেষ কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন। তবে নিজের ইনিংসকে বড় করতে পারেনি। ২০ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৩ রানের ইনিংস খেলে তামিম আউট হলে ভাঙে তার সাথে টম ব্যান্টনের ৪.১ ওভার স্থায়ী ৩৮ রানের উদ্বোধনী জুটি।
এরপর ৭২ রানের জুটি গড়েন টম ব্যান্টন ও টপ অর্ডারে নামা কাইল মায়ার্স। তবে ২৬ রান করা ব্যান্টন বিদায় নেওয়ার পর জুটি ভাঙে, আর সেটি ভাঙতেই বিপদ নেমে আসে বরিশালের কাঁধে। ব্যর্থ হয়ে প্যাভিলিয়নে ফেরেন মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজরা। তাদের সাথে ফিরে যান এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকা মায়ার্সও। এই ক্যারিবিয়ান তারকা অবশ্য ২৭ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলেন।
১ উইকেটে ১০৯ রান থেকে দ্রুতই ১২৯ রানে ৮ উইকেট নেই বরিশালের। আর এর জেরে কমে আসে দলটির রানের চাকা। শেষ দিকে সাইফুদ্দিনের ১০ ও ম্যাকয়ের ১২ রানের ইনিংসে ভর করে কোনোমতে দেড়শ রান পার করা পুঁজি পায় বরিশাল।
রংপুর রাইডার্সের হয়ে মাত্র ১২ রানে ৫ উইকেট শিকার করেছেন আবু হায়দার রনি। যেটি কিনা তার ক্যারিয়ার সেরা ফিগার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post