নিজস্ব প্রতিবেদকঃ বৃষ্টিতে পণ্ড সকালের ম্যাচ। তবে দুপুরের ম্যাচে বাঁধা হতে পারেনি বেরসিক বৃষ্টি। পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ গড়িয়েছে মাঠে। যেখানে টস জিতে ব্যাট করতে নেমেছিল শ্রীলঙ্কা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত শুরুই পেয়েছিল শ্রীলঙ্কা। তবে এটির ধারা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি লঙ্কানরা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারও ব্যাট করতে পারেনি দলটি।
১৮.৫ ওভারে ১১২ রানে গুঁটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। ২৬ বলে ৯ বাউন্ডারিতে সর্বোচ্চ ৪১ রান করেন চামারি আতাপাত্তু। এছাড়া ওশাদি রানাসিংহে ২৬ রান করেন।
পাকিস্তানের হয়ে এদিন ক্যারিয়ার সেরা বোলিং ফিগারের দেখা পেয়েছেন ওমাইমা সোহেইল। ৪ ওভারে ১৩ রান খরচায় ৫ উইকেট শিকার করেন এই স্পিনার। চলতি এশিয়া কাপে এই প্রথম কেউ ৫ উইকেট শিকার করেছে। এসবের বাইরে তুবা ২টি ও নিধা ১টি উইকেট লাভ করেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা