স্পোর্টস ডেস্কঃ চলতি বছর অক্টোবরে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ। তবে ঠিক তার আগে সেপ্টেম্বরে পাকিস্তানে হওয়ার কথা এশিয়া কাপের আসর। তবে এশিয়া কাপ নিয়ে এখনও চূড়ান্ত কিছু সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
রাজনৈতিক কারণে পাকিস্তানে খেলতে যাবে না ভারত। এর প্রেক্ষিতে একটি প্রস্তাব আসে, ভারত তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। সেই ক্ষেত্রে পাকিস্তানের পক্ষ থেকেও দাবি ছিল তাদের বিশ্বকাপ ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলার।
এসব টানাপোড়নের মাঝেই নতুন গুঞ্জন শুরু হয় পাকিস্তানের কোনো প্রস্তাবেই রাজি হচ্ছে না ভারত। শুধুমাত্র নিরপেক্ষ ভেন্যুতে পুরো এশিয়া কাপ হলেই খেলবে তারা। এমনকি বাংলাদেশ ও শ্রীলঙ্কার পক্ষ থেকেও একই প্রস্তাব দেওয়া হয়েছে।
যদি সেই প্রস্তাবে পাকিস্তান রাজি না হয় তাহলে, এশিয়া কাপ আয়োজিত হবে না। সেক্ষেত্রে ছয় দলের টুর্নামেন্টের বাকি পাঁচ দল নিয়ে একই সময়ে একটি টুর্নামেন্ট আয়োজন করবে ভারত। রাখা হবে না পাকিস্তানকে। বিভিন্ন গণমাধ্যমে এমন সংবাদ বেরিয়েছে।
তবে সেই খবরের বিপরীতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানাচ্ছে ভিন্ন খবর। এসিসির একটি সূত্র বলছে, এমন কোনো প্রস্তাব এখনও দেওয়া হয়নি। এসিসির এক সদস্য পিটিআইকে জানিয়েছে এই কথা। সবকিছু আলোচনার মাধ্যমেই হবে। আর পাকিস্তান এখনও পর্যন্ত এশিয়া কাপের আয়োজক হিসেবে আছে।
সেই সদস্য বলেন, ‘কথা আদান-প্রদান হয়েছে, কিন্তু এশিয়া কাপ স্থগিত করার বিষয়ে কোনো আলোচনা বা প্রস্তাব আনা হয়নি। এশিয়া কাপ বাতিল হলে প্রথমে পিসিবিকেই জানানো হবে। এখনও পর্যন্ত সে রকম কিছুই হয়নি। এসিসি চেয়ারম্যান (বিসিসিআই সেক্রেটারি জয় শাহ) এখনও এই নিয়ে কিছুই বলেননি।’
‘ইভেন্ট স্থগিত বা বাতিল করতে হলে একটি বোর্ডের নির্বাহী সভা ডাকতে হবে। চেয়ারম্যান সাত দিনের মধ্যে সভা ডাকতে পারেন। এখন পর্যন্ত এই ধরনের সভা সম্পর্কে কোনো ধরনের তথ্য নেই। পাকিস্তানই সেপ্টেম্বরে এশিয়া কাপের আয়োজক থাকছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা