স্পোর্টস ডেস্কঃ মৌসুমে শেষ হওয়ার মাসে বিশ্ব ফুটবলের দলবদলের বাজারে চাঙা ভাব। গুঞ্জন ছিল এই দলবদলে লিভারপুলে যোগ দিতে যাচ্ছেন ম্যাক অ্যালিস্টার। গুঞ্জনকে সত্যি প্রমাণ করে অলরেড শিবিরে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
বিশ্বকাপে দারুণ পারফর্ম করা ম্যাক অ্যালিস্টারকে নিয়ে আগ্রহ ছিল ইউরোপের বড় ক্লাবগুলোর। তবে সবচেয়ে বেশি আগ্রহ ছিল লিভারপুলের। জানুয়ারিতেই ম্যাক অ্যালিস্টারকে দলে ভেড়ানোর পরিকল্পনা করলেও, তার ক্লাব ব্রাইটন অতিরিক্ত অর্থ চেয়ে বসেছিল। যার ফলে মৌসুম শেষ পর্যন্ত অপেক্ষা করছিল লিভারপুল।
মৌসুম শেষে ব্রাইটনের সাথে চুক্তি নিয়ে ফের বসে লিভারপুলে। জানা গেছে ৪০ থেকে ৪৫ মিলিয়ন পাউন্ডের রিলিজ ক্লজে মীমাংসা হয়েছে। শেষ পর্যন্ত দুই পক্ষের মাঝে সমাধান হয়েছে। এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা বা অন্য কিছু না হলেও, অলরেডদের সাথে চুক্তি সেরে নিয়েছেন অ্যালিস্টার। দুই দিনের মধ্যেই মেডিকেল সম্পন্ন হয়ে যাবে।
পাঁচ বছরের জন্য এই মিডফিল্ডারের সাথে চুক্তি করেছে লিভারপুল। অর্থাৎ, ২০২৮ সাল পর্যন্ত ইংলিশ জায়ান্টদের ঢেরায় থাকবেন ম্যাক অ্যালিস্টার। রিলিজ ক্লস হিসেবে ৬০ থেকে ৬৫ মিলিয়ন পাউন্ড ধরা হচ্ছে। লিভারপুল কোচ ইয়ূর্গেন ক্লপ নতুন করে মিডফিল্ড সাজাতে চান।
ব্রাইটনের হয়ে সদ্য সমাপ্ত প্রিমিয়ার লিগে ৩৫টি ম্যাচ খেলেছেন তিনি। নামের পাশে ১০ গোলের সাথে আছে ২ অ্যাসিস্টও। এর আগে বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করেন। আর্জেন্টিনার বিশ্বকাপ জিততে রাখেন গুরুত্বপূর্ণ অবদান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা