স্পোর্টস ডেস্কঃ শেষ হলো সব জল্পনা-গুঞ্জনের ডালপালা। আনুষ্ঠানিকভাবে স্বদেশী ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দিলেন ওসমান দেম্বেলে। পাঁচ বছরের চুক্তিতে ক্লাবটিতে নাম লিখিয়েছেন এই ফরাসি ফুটবলার। বিবৃতির মাধ্যমে দেম্বেলের সদ্য সাবেক ক্লাব বার্সেলোনা ও নতুন ক্লাব পিএসজি নিশ্চিত করেছে বিষয়টি।
বার্সেলোনা কর্তৃপক্ষ তাদের বিবৃতিতে জানিয়েছে ৫০ মিলিয়ন ইউরোর কিছু বেশি অর্থ দিয়ে দেম্বেলেকে বিক্রি করেছে তারা। এই চুক্তিতে ২০২৮ সাল পর্যন্ত পিএসজিতে থাকবেন দেম্বেলে। যা প্যারিসিয়ানদের জন্য অনেকটা স্বস্তির। মেসিকে হারানো পিএসজি এমবাপে ও নেইমারকে ধরে রাখা নিয়ে সংগ্রাম করছে। ইতিমধ্যেই নতুন চুক্তি করবেন না বলে জানিয়ে দিয়েছেন এমবাপে। এদিকে নেইমারেরও দল বদলের গুঞ্জন শোনা যাচ্ছে। সেই জায়গায় এবার কিছুটা স্বস্তিই পেল পিএসজি।
২৮ বছর বয়সী এই ফুটবলারকে আরও আগেই দলে নিতে পারত। কিন্তু মৌখিক চুক্তি হলেও, লিখিতভাবে কিছুই হচ্ছিল না। কিছু বিষয় নিয়ে বার্সা ও দেম্বেলের এজেন্ট নিষ্পত্তি করতে পারছিল না। শেষ পর্যন্ত সেটি সম্পন্ন হওয়ায় দেম্বেলেকে আনুষ্ঠানিকভাবে দলে নিতে পেরেছে পিএসজি।
২০১৭ সালে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে প্রায় ১৩০ মিলিয়নে দেম্বেলেকে নিয়ে আসে বার্সেলোনা। তবে বেশিরভাগ সময়ই ইনজুরিতে মাঠের বাইরে থেকেছেন এই ফুটবলার। কাতালান ক্লাবটির হয়ে ১৮৫ ম্যাচে ৬২ গোল করা দেম্বেলে প্রত্যাশা পূরণ করতে পারেনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post