স্পোর্টস ডেস্কঃ গত এপ্রিলের পর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গেল দক্ষিণ আফ্রিকাকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বুধবার মাঠে নামে প্রোটিয়ারা। ডারবানে অবশ্য পাত্তাই পায় নি স্বাগতিকরা। ৩ ম্যাচ সিরিজের প্রথমটিতে আগে ব্যাট করে অজিরা করে ২২৬ রানের পাহাড়।
জবাব দিতে নামা দক্ষিণ আফ্রিকা থেমেছে মাত্র ১১৫ রানে। ১১১ রানের রেকর্ড গড়া জয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। এই ম্যাচে দু’দলের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছে ৬ ক্রিকেটারের। দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস ও জেরাল্ড কোয়েটজে, অন্যদিকে অজিদের অভিষেক ক্যাপ পেয়েছেন তানভির সাঙ্গা, স্পেন্সার জনসন, ম্যাথু শর্ট ও অ্যারন হার্ডি।
ডারবানের কিংসমেড স্টেডিয়ামে আগে ব্যাট করে ২২৬ রান করে অস্ট্রেলিয়া। নতুন অধিনায়ক মিচেল মার্শ খেলেন ঝড়ো ইনিংস। টিম ডেভিডের ব্যাট থেকেও এসেছে পঞ্চাশোর্ধ্ব ইনিংস। তাতে বড় পুঁজি পায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। যদিও তাদের শুরুটা ভালো হয় নি। দলীয় ৬ রানে ফিরেন ট্রাভিস হেড। এরপর অভিষিক্ত শর্টকে নিয়ে জুটি গড়েন মার্শ।
১১ বলে ২০ রান করে ফিরেন শর্ট। মাঝে দ্রুত ফিরে যান জস ইংলিশ ও মার্কাস স্টোয়নিস। এরপর টিম ডেভিডের সাথে জুটি গড়েন মার্শ। প্রোটিয়া বোলারদের কোনো সুযোগই দেন নি দুই ব্যাটার। মাত্র ২৮ বলে ৬৪ রান করেন ডেভিড। তাঁর ইনিংসে ছিল ৭ চার ও ৪ ছক্কা। এদিকে মাত্র ৪৯ বলে ৯২ রানে অপরাজিত থাকেন মার্শ। তাঁর ইনিংস সাজানো ছিল ২ ছক্কা ও ১৩ চারে। হার্ডি ১৪ বলে ২৩ রানে অপরাজিত ছিলেন। দক্ষিণ আফ্রিকার লিজাড উইলিয়ামস ৪ ওভারে ৪৪ রান দিয়ে ৩ উইকেট নেন।
রান তাড়ায় বাজে শুরু হয় দক্ষিণ আফ্রিকার। ওপেনার টেম্বা বাভুমা রানের খাতাই খোলতে পারেন নি। হাল ধরতে পারেন নি অধিনায়ক অ্যাইডেন মার্করাম। অভিষিক্ত ব্রেভিসও হয়েছেন ব্যর্থ। ওপেনার রেজা হেন্ড্রিকস করেন ৪৩ বলে ৫৬ রান। রাসি ভান ডুসেনের ব্যাট থেকে এসেছে ২১ রান। অজি স্পিনার তানভির একাই গুঁড়িয়ে দেন স্বাগতিকদের ইনিংস। ৪ ওভারে ৩১ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০