স্পোর্টস ডেস্কঃ ইউএস ওপেনের ফাইনাল নিশ্চিত করলেন কার্লোস আলকারাজ। সেমিফাইনালে ৫ সেটের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত ৬-৭ (৬-৮), ৬-৩, ৬-১, ৬-৭ (৫-৭), ৬-৩-এ ফ্রান্সেস টিয়াফোকে হারিয়ে শেষ হাসি হাসেন স্প্যানিশ এই উঠতি তারকা। এর আগে প্রথম সেমিফাইনাল জিতে ফাইনালের টিকিট কেটেছেন ক্যাস্পার রুড।
শুক্রবার প্রথম সেমিফাইনালে জেতা ক্যাস্পার রুডের এটি দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ফাইনাল। চলতি বছর জুনে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে রাফায়েল নাদালের কাছে হেরেছিলেন রুড। এবার ইউএস ওপেনের ফাইনালে নেই কোনো বড় তারকা। রুড বা আলকারেজের যে-ই চ্যাম্পিয়ন হোক, ইউএস ওপেন আবারও পাবেন নতুন রাজা।
ফাইনাল নিশ্চিতের ম্যাচে আলকারাজের বিপক্ষে প্রথম সেটটি ৭-৬ (৮-৬) জিতেন তিয়াফো। তবে পরের ২টি সেটে তাঁকে উড়িয়ে দেন আলকারাজ। পরের সেট দু’টিও তিনি ৬-৩, ৬-১ জিতে ফাইনালের দিকে এক পা বাড়ান। তবে চতুর্থ সেটে ফের ধাক্কা দেন তিয়াফো। চতুর্থ সেটের টাইব্রেকারে ম্যাচটির উত্তেজনা আরও বেড়ে যায়। আলকারাজ চতুর্থ সেটে ৬-৭ (৫-৭) হেরে বসেন। তবে পঞ্চম সেটে টিয়াফোকে ৬-৩ হারিয়ে ফাইনালে পা দেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০