স্পোর্টস ডেস্কঃ প্রয়াত দিয়েগো ম্যারাডোনার প্রতি এক অভিনব ভালোবাসার নিদর্শনের দেখা মিললো ভারতে। দেশটির তামিলনাডুতে একটি খাদ্যসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ম্যারাডোনার সম্মানে ব্যতিক্রমী এই ভালোবাসার নিদর্শন স্থাপন করেছে।
প্রিয় তারকার সম্মানে তামিলনাডুর রামনাথপুরমের ওই খাদ্যসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ম্যারাডোনার ৬ ফুট উচ্চতার একটি ভাস্কর্য তৈরি করেছে। ভাস্কর্যটি আসলে একটি কেক। যা তৈরি করতে লেগেছে ৬০ কেজি চিনি আর ২৭০টি ডিম!
জানা যায় খাদ্যসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানের এক কর্মচারী মনে প্রাণে ভালোবাসের ম্যারাডোনাকে। তার ফুটবলের আইকন প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তি। ভাস্কর্যটি তৈরিকারী সতীশরঙ্গনাথন নামক ওই ব্যক্তি জানান, ‘তিনি আমাদের কাছে শ্রদ্ধার পাত্র। এই কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানাতেই এমন উদ্যোগ নিয়েছি। এছাড়া এর মাধ্যমে আমরা তরুণ-যুবকদের ফুটবলের প্রতি উদ্বুদ্ধ করতে চাই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০