স্পোর্টস ডেস্ক:: ওয়েস্ট ইন্ডিজে শুরু হয়েছে সিক্সটি টুর্নামেন্ট। নানা অদ্ভুত নিয়মের ৬০ বলের এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে গায়ানা আমাজন ওয়ারিয়র্স ও সেন্ট লুসিয়া কিং মুখোমুখি হয়েছিলো। টুর্নামেন্টটির প্রথম ম্যাচে সেন্ট লুসিয়াকে ৭ রানে হারিয়েছে গায়ানায়।
আগে ব্যাট করে গায়ানা ৫ উইকেটে ১১১ রান তুলেছিলো নির্ধারিত ১০ ওভারে। জবাবে ব্যাট করতে নামা সেন্ট লুসিয়া এক বল হাতে রেখে ১০৪ রানেই অলআউট হয়ে যায়। টুর্নামেন্টটিতে একটি দল ৬ উইকেট হারালেই সেটি অলআউট হিসেবে গন্য হয়ে যায়। প্রথম ওভারে ছক্কা হাঁকালে শেষের দিকে বাড়তি পাওয়ার প্লে মিলে এক ওভার। এমন আরো অনেক নিয়ম আছে সিক্সটিনে।
টস হেরে ব্যাট করতে নামা গায়ানা ওডেন স্মিথ, শাই হোপ-শিমরণ হেটমায়ারের ব্যাটে চড়ে ৫ উইকেটে ১১১ রান তুলে। দলের পক্ষে ১৯ রান করে শাই হোপ। ৮ বলে এক চার ও দুই ছক্কায় নিজের ইনিংসটি সাজান তিনি। তিন চারে ৯ বলে ১৮ রান করেন চন্দরপর হেমরাজ। অধিনায়ক শিমরণ হেটমায়ার ১৪ বলে এক চারে ১৩ রান করে। দুই চার ও তিন ছয়ে ২৪ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন ওডেন স্মিথ।
সেন্ট লুসিয়ার হয়ে ম্যাথিউ ফর্ড ও জেবরেল রয়্যার ২টি করে উইকেট লাভ করেন।
১১২ রানের টার্গেট ব্যাট করতে নামা সেন্ট লুসিয়া ৯.৫ ওভারে অলআউট হয় ১০৪ রানে। দলের পক্ষ রসন প্রিভিউস চার চার ও দুই ছয়ে ২৩ বলে ৪১ রান করেন। দুই ছয়ে ৬ বলে ১৫ রান করেন জিসি বোটান। দুই ছয়ে সাত বলে ১৬ রান করেন রবীন্দ্র।
গায়ানা আমাজনের হয়ে ওয়াকার ৩টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০