স্পোর্টস ডেস্কঃ বেশ ঘটা করেই আয়োজিত হতে যাচ্ছে ক্যারিবিয়ান ক্রিকেটের নতুন সংস্করণের লিগ ‘দ্য সিক্সটি’। ৬০ বলের টুর্নামেন্টটি মাঠে গড়াতে যাচ্ছে আগামী ২৪ আগস্ট থেকে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলা ছয় দলই সেখানে অংশ নিতে যাচ্ছে।
চূড়ান্ত করা হয়েছে সেই ছয় দলের স্কোয়াডও। তারকাবহুল লিগ হতে চলেছে ‘দ্য সিক্সটি’। থাকছেন বিদেশি ক্রিকেটাররাও। ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে একইসাথে মাঠ মাতাবেন আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড ও সুনীল নারাইন। তাদের সাথে থাকছেন নিকোলাস পুরান, আকিল হোসেনরা। এই দলের বিদেশি হিসেবে খেলবেন টিম সেইফার্ট, সেকুগে প্রসন্নরা।
এদিকে ‘ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইল খেলবে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে। যেখানে তার সঙ্গী আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস, ড্যারেন ব্রাভো, শেরফানে রাদারফোর্ড, শেলডন কটরেলরা। বিদেশি হিসেবে আছেন ডোয়াইন প্রিটোয়ারিয়াস, দক্ষিণ আফ্রিকার বেবি এবি ডি ভিলিয়ার্স খ্যাত ডেওয়াল্ড ব্রেভিসরা। এছাড়াও বাকি সবগুলো দলই বেশ শক্তিশালী।
‘দ্য সিক্সটি’ টুর্নামেন্টের ছয় দলের চূড়ান্ত স্কোয়াড
জ্যামাইকা তালাওয়াশ
রোভম্যান পাওয়েল, সন্দ্বীপ লামিচানে, ফ্যাবিয়েন অ্যালেন, ইমাদ ওয়াসিম, ব্রেন্ডন কিং, কেনার লুইস, মোহাম্মদ আমির, শামারাহ ব্রুকস, মিগুয়েল প্রিটোরিয়াস, ক্রিস গ্রিন, রেইমন রেইফার, জেমি মার্চেন্ট, আমিন জাঙ্গু, শামার স্প্রিঙ্গার, নিকোলাস গর্ডন, কার্ক ম্যাকেঞ্জি ও জশুয়া জেমস।
সেন্ট লুসিয়া কিংস
রোস্টন চেজ, জনসন চার্লস, কেসরিক উইলিয়ামস, আলঝারি জোসেপ, স্কট কুগেলিন, মার্ক দেয়াল, জেভর রয়্যাল, ম্যাথু ফোর্ড, লেরয় লুগ, প্রিস্টন ম্যাকসুইন, ল্যারি এডওয়ার্ডস, আকিম অগাস্তে, রিভালদো ক্লার্ক, রোশন প্রিমাস, রবীন্দ্র প্রসাদ ও জেসে বোটান।
ত্রিনবাগো নাইট রাইডার্স
কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, নিকোলাস পুরান, আকিল হোসেন, রবি রামপল, টিম সেইফার্ট, সেকুগে প্রসন্ন, জেইডেন সিলস, টিওন ওয়েবস্টার, ক্যারি পিয়েরে, অ্যান্ডারসন ফিলিপস, ট্রেন্স হিন্ডস, লিওনার্দো জুলিয়েন ও শ্যারন লুইস।
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস
ক্রিস গেইল, এভিন লুইস, আন্দ্রে ফ্লেচার, কাশিম আকরাম, শেরফানে রাদারফোর্ড, ডোয়াইন প্রিটোরিয়াস, ড্যারেন ব্রাভো, শেলডন কটরেল, ডমিনিক ড্র্যাকস, ডেওয়াল্ড ব্রেভিস, ইসহারুলহক নাভীদ, জশুয়া ডা সিলভা, জন-রাস জাগীসার, কেসি কার্টি, কেলভিন পিটম্যান ও জেডেন কারমাইকেল।
বার্বাডোস রয়্যালস
জেসন হোল্ডার, হ্যারি টেক্টর, ওবেদ ম্যাকয়, কাইল মায়ার্স, আজম খান, হেইডেন ওয়ালশ জুনিয়র, ওশানে থমাস, রাকিম কর্নওয়াল, ডেভন থমাস, জশুয়া বিশপ, জাস্টিন গ্রিভস, কাবিন বোশ, নিম ইয়ং, টেডি বিশপ ও র্যামন সিমন্ডস।
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স
শিমরন হেটম্যায়ার, ওডিন স্মিথ, রোমারিও শেফার্ড, কলিন ইনগ্রাম, চন্দরপল হেমরাজ, শাই হোপ, পল স্টার্লিং, হেনরিখ ক্লাসেন, কিমো পল, জার্মেইন ব্ল্যাকউড, গুদাকেশ মতি, ভেরেসামি পারমল, জন ক্যাম্পবেল, রন্সফোর্ড বিটন, শিমরন লুইস, ম্যাথু নন্দু ও জুনিয়র সিনক্লেয়ার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা