বিশ্বকাপ নিশ্চিতের অনুভূতি ঠিকঠাক প্রকাশ করতে পারলেন না বেল

0
4

স্পোর্টস ডেস্কঃ কাতার বিশ্বকাপের বাছাই পর্বে ইউক্রেনের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ওয়েলস। এ জয়ের ফলে দীর্ঘ ৬৪ বছর পর বিশ্বকাপের টিকিট পেল গ্যারেথ বেলরা। ওয়েলস ১৯৫৮ সালের পর বিশ্ব মঞ্চে জায়গা পেয়েছে। বিশ্বকাপে  তারা খেলবেন ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র-ইরানকে নিয়ে গড়া ‘বি’ গ্রুপে।

বেলের নেওয়া ফ্রি কিক আন্দিরি ইয়ারমেলংকোর আত্মঘাতী গোলে বিশ্বকাপের টিকিট পেয়ে যায় ওয়েলস। দেশকে বিশ্বকাপে নিয়ে যাওয়ার পর স্কাই স্পোর্টসকে দেওয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে অনুভূতি ঠিকঠাক প্রকাশ করতে পারছিলেন না ৩২ বছর বয়সী তারকা।

বেল বলেন, ‘ওয়েলস ফুটবল ইতিহাসে এটা সবচেয়ে বড় সাফল্য। আমরা বিশ্বকাপে খেলব! আমি খুব আনন্দিত যে আমরা বিশ্বকাপে যাচ্ছি। এর অর্থ সবকিছু, স্বপ্নটা পূরণ হলো। আমি শব্দ খুঁজে পাচ্ছি না। আমি খুব খুশি যে এই অসাধারণ সমর্থকদের জন্য আমরা এটা করতে পেরেছি।’

ইউক্রেন-ওয়েলস ম্যাচটি গত মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে রাশিয়া ইউক্রেনের ওপর আক্রমণ করায় ম্যাচটি পিছিয়ে যায়। গত বুধবার স্কটল্যান্ডকে হারিয়ে প্লে-অফের ফাইনালে উঠেছিল ইউক্রেন। বিশ্বকাপের আশাও জেগেছিল দেশের মানুষদের মাঝে। তবে শেষ পর্যন্ত তা আর হলো না। ইউক্রেন এবার বিশ্বকাপের টিকিট পেলে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পেত তারা। এর আগে ২০০৬ সালের বিশ্বকাপে খেলে কোয়ার্টার-ফাইনালে উঠেছিল দলটি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here