৬৫ বছরের পুরনো ইতিহাস ফিরলো এক হ্যাটট্রিকে

0
64

স্পোর্টস ডেস্ক:: এফএ কাপের সেমিফাইনালে হ্যাটট্রিক করে রিয়াদ মাহরেজ ফিরিয়েছেন ৬৫ বছরের পুরনো স্মৃতি। হ্যাটট্রিক করে ম্যানচেস্টার সিটিকে ফাইনালেও তুলেছেন তিনি।

শোফিল্ড ইউনাইটেডের বিপক্ষে সিটি তারকা মাহরেজ গড়েছেন এই রেকর্ড। এর আগে ১৯৫৮ সালে এফএ কাপের সেমিফাইনাল দেখেছিলো হ্যাটট্রিক। ম্যানচেস্টার ইউইনাটেডের তারকা অ্যালেক্স ডসন ফুলহামের বিপক্ষে ৬৫ বছর আগে করেছিলেন হ্যাটট্রিক।

১৯৫৮’র পর অবশেষে ২০২৩ এসে আবারো হ্যাটট্রিক দেখলো এফএ কাপের শেষ চার। লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলী স্টেডিয়ামে শনিবার প্রথম সেমিফাইনালে এমন কীর্তি গড়লেন মাহরেজ। সেই সাতে নিজের দলকে তিনবার সেমি থেকে বিদায় হওয়ার পর তুললেন ফাইনালে।

ম্যানচেস্টার সিটি এর আগে ২০২০, ২০২১ ও ২০২২ সালের টানা তিনবার সেমিফাইনালে হেরে যায়। এবার শেফিল্ড ইউনাইটেডকে একাই হারিয়ে দিয়েছেন রিয়াদ মাহরেজ। তার হ্যাটট্রিকেই অবশেষে ফাইনালে সিটি।

শোফিল্ড ইউনাইটেডকে নিয়ে রীতোমতো ছেলেখেলা করেছেন মাহরেজ। প্রথমার্ধের এক গোলের সঙ্গে দ্বিতীয়ার্ধের দুই গোলে হ্যাটট্রিক করেছেন তিনি। তাতে ৫৮ বছর পর এফএ কাপের সেমিতে হলো হ্যাটট্রিক।

সিটির বিপক্ষে প্রতিরোধই গড়তে পারেনি শোফিল্ড। ম্যাচের মাত্র ২১ শতাংশ সময় বল ছিলো তাদের পাযে। বাকীটা সময বল নিয়ে খেলেছে পেপ গুয়ার্দিওলার দল। ম্যাচের ৪৩তম মিনিটে মাহরেজের গোলে লিয় নেয় সিটি। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।

বিরতির পর শোফিল্ড ইউনাইটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলো। তবে কোনো সুযোগই পায়নি। পাঁচ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে হ্যাটট্রি পূণ করেন রিয়াদ মাহরেজ। ম্যাচের ৬১তম মিনিটের নিজের দ্বিতীয় এবং ৬৬তম মিনিটে তৃতীয় গোলটি করেন তিনি। তাতেই সিটির ফাইনাল নিশ্চিত হয ৩-০ ব্যবধানে।

আগামি ৩ জুন ফাইনালে মাঠে নামবে সিটি। রোববার দ্বিতীয় সেমিফাইনালে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচে জয়ী দল হবে তাদের প্রতিপক্ষ।

এসএনপিস্পোটৃসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here