৬ ওভারের ম্যাচে ৩৬টি ওয়াইড

0
21

স্পোর্টস ডেস্ক: ম্যাচটি নির্ধারিত ৬ ওভারে। অর্থাৎ ৩৬ বলের খেলা। একটি দলের খেলোয়াড়রা ৩৬ বল করতে এসে ওয়াইড দিলেন ৩৬টি। বাই, লেগ বাই সহ ‘মি. এক্সটা’ থেকেই দিলেন ৫৩ রান। প্রতিপক্ষ টার্গেট দিলো ৮৩ রানের। ব্যাটসম্যানদের পক্ষ থেকে একজনই করলেন সর্বোচ্ছ ১২ রান।

এমনটাই হয়েছে সাংবাদিকদের ক্রিকেট টুর্ণামেন্টে। ওয়ালটন-বিএসজেসি মিডিয়া কাপ ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচ হেরে গেছে বাংলানিউজটোয়েন্টিফোর.কমের বোলাররা এমন বোলিং করেছেন। ‘ই’ গ্রুপের ম্যাচে দৈনিক সংবাদ প্রতিদিনের কাছে ২০ রানে হেরে যায় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালটি।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের টার্ফে অনুষ্টিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ছয় ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৮২ রান তোলে সংবাদ প্রতিদিন। দলের পক্ষে ১২ রান করেন রানা। দ্বিতীয় সর্বোচ্চ ১০ রান আসে মামুনের ব্যাট থেকে। এ দুই ব্যাটসম্যান ছাড়া দুই অঙ্কের ঘরে যেতে পারেননি কেউ।

সর্বোচ্চ ৫৩ রান আসে ‘মি: একস্ট্রা’ থেকে! যার মধ্যে বাই থেকে ৪, লেগ বাই থেকে ১১, নো বল থেকে ২ ও ওয়াইড থেকে ৩৬ রান।

বাংলানিউজের হয়ে সাজ্জাদ খান দুই ওভারে ১৬ রান দিয়ে নেন তিনটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন রাহাত মাহমুদ ও সুমন হোসেন।

সংবাদ প্রতিদিনের দেয়া ৮৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ছয় ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৬২ রান তোলে বাংলানিউজ। সর্বোচ্চ ২৬ রান করেন দলীয় অধিনায়ক সাজ্জাদ খান। ১৫ বলে দুটি চার ও দুই ছক্কায় ইনিংসটি সাজান এ ডানহাতি ব্যাটসম্যান।

১১ বলে ১৬ রান আসে সুমন হোসেনের ব্যাট থেকে। তার ইনিংসে ছিল একটি ছক্কা ও একটি চারের মার। দলের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ৫ রান আসে মুশফিকুর রহমান পিয়ালের ব্যাট থেকে।

সংবাদ প্রতিদিনের পেসার মামুন হোসেন দুই ওভারে মাত্র ১২ রান দিয়ে নেন একটি উইকেট।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ‘ই’ গ্রপের শেষ ম্যাচে চ্যানেল আইয়ের মুখোমুখি হবে বাংলানিউজ। কোয়ার্টার ফাইনালে উঠতে হলে এ ম্যাচ বড় ব্যবধানে জয়ের বিকল্প নেই বাংলানিউজের সামনে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/বাংলানিউজ/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here