৬ গোল করা ম্যাচের সবাই এল ক্লাসিকোতে খেলার দাবিদার- আনচেলত্তি

0
74

স্পোর্টস ডেস্কঃ লা লিগায় বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রোববার রিয়াল ভায়োদলিদের বিপক্ষে ৬-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। এ জয়ে লিগ টেবিলে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাল লস ব্লাঙ্কোসরা। এখন পয়েন্ট টেবিলে রিয়ালের ২৭ ম্যাচে পয়েন্ট দাঁড়াল ৫৯-এ। সমান ম্যাচ খেলে লিগ শিরোপার পথে থাকা জাভি হার্নান্দেজের বার্সার পয়েন্ট ৭১। অর্থাৎ কাতালানরা ১২ পয়েন্টে রিয়ালের চেয়ে এগিয়ে আছে।

ম্যাচ শেষে রিয়াল কোচ আনচেলত্তি জানান, এই ম্যাচের দলে থাকা সবাই ক্লাসিকোতেও খেলার দাবিদার। আনচেলত্তি বলেন, ‘ফরোয়ার্ডরা সব দিক দিয়েই ভালো করেছে। করিম সাত মিনিটে তিনটি গোল করেছে এবং এর অর্থ হল (আন্তর্জাতিক) বিরতিতে সে যে কাজ করেছে, তা খুব কাজে এসেছে। রদ্রিগো খুব ভালো অবস্থায় আছে। বুধবারের (এল ক্লাসিকো) জন্য লাইনআপ বেছে নেওয়া খুব কঠিন হবে… এটি কোনো সাধারণ ম্যাচ নয়, কারণ আমরা লড়াইয়ে পিছিয়ে আছি এবং আমাদের কিছু একটা করতে হবে। ম্যাচটা ১২০ মিনিটের হতে পারে।’

রিয়ালের পরবর্তী ম্যাচ আগামী বুধবার, কোপা দেল রের দ্বিতীয় লেগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার বিপক্ষে। প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল স্পেনের সফলতম ক্লাবটি। কোপা দেল রের প্রথম লেগের পর লা লিগায়ও তারা হেরে বার্সার বিপক্ষে। আগামী বুধবার আবার দু’দল মুখোমুখি হবে কোপার ফাইনালে যাওয়ার লড়াইয়ে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here