৬ নভেম্বর ক্রিকেটার শাহাদতের গৃহকর্মী নির্যাতন মামলার রায়

0
23

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটার শাহাদত হোসেন ও তার স্ত্রী জেসমিনের বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের মামলার রায় আগামি ৬ নভেম্বর ধার্য করেছেন আদালত।

আজ সোমবার ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক তানজিনা ইসমাঈল এই তারিখ ধার্য করেন।

আদালতের সরকারি কৌঁসুলি আলী আসগর বলেন, এ মামলার যুক্তিতর্ক শুনানি শেষে আদালত আগামী ৬ নভেম্বর রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন।

গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে নির্যাতনের অভিযোগে ওই দুজনের বিরুদ্ধে গত বছরের ৬ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন খন্দকার মোজাম্মেল হক।

মামলাটি তদন্ত শেষে ওই বছরের ২৯ ডিসেম্বর পুলিশ অভিযোগপত্র দেয়। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি মামলাটির অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। এই মামলায় জেসমিনকে গত বছর ৩ অক্টোবর মালিবাগে তাঁর বাবার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। ৫ অক্টোবর শাহাদাত আদালতে আত্মসমর্পণ করলে তাঁকেও কারাগারে পাঠানো হয়। শাহাদাতকে রিমান্ডে নেয় পুলিশ। পরে এই দম্পতি জামিনে মুক্তি পান।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রআ/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here