স্পোর্টস ডেস্কঃ জার্মান ক্লাব আরবি লাইপজিগ থেকে ৬ বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমো। সর্বশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেনকে চ্যাম্পিয়ন বানানোর অন্যতম এই কারিগরের দাম ধরা হয়েছে ৬০ মিলিয়ন ইউরোর বেশি।
বার্সেলোনা আবার ফেরত আসতে পেরে আবেগাপ্লুত ওলমো। ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘আমি খুব খুশি, খুশি যে নিজের ঘরে ফিরতে পেরেছি।’ দলকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। ২০০৭ সালে এস্পানিওল থেকে লা মাসিয়ায় যোগ দেন ওলমো। সেখানে ৭ বছর পার করার পর ২০১৪ সালে পাড়ি জমান ক্রোয়েশিয়ার ক্লাব জাগরেব দিনামোয়। এবার এক দশক পর ফিরলেন বার্সেলোনায়।
মাঝে ২০২০ সালে ওলমো যোগ দেন লাইপজিগে। জার্মান দলটির হয়ে পাঁচ মৌসুমে ১৪৮ ম্যাচে গোল করেন ২৯টি। দুবার জার্মান কাপ ও একবার জার্মান সুপার কাপ জয়ের স্বাদ পান তিনি। স্পেন জাতীয় দলের হয়ে ওলমোর অভিষেক হয় ২০২০ সালে, ইউরোর বাছাইয়ে। জালের দেখা পান প্রথম ম্যাচেই। গত মাসে স্পেনের ইউরো জয়ে তার ছিল বড় অবদান। ৬ ম্যাচে ৩ গোল করে তিনি ছিলেন যৌথভাবে আসরের সর্বোচ্চ স্কোরার। এছাড়া দুটি অ্যাসিস্টও করেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০