স্পোর্টস ডেস্কঃ ২০১৯ সালে সর্বশেষ টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছিলেন বিরাট কোহলি। বাংলাদেশের বিপক্ষে সেই সেঞ্চুরির পর এখন পর্যন্ত আর ব্যাট উঁচিয়ে বুনো উল্লাসে মাতার সুযোগ পান নি ভারতের সাবেক এই অধিনায়ক। সবশেষ এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষেও হাসে তার ব্যাট। ফলে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ক্রমাগত অবনমন হচ্ছে কোহলির।
বুধবার আইসিসি প্রকাশিত সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় সেরা দশ থেকে ছিটকে গেছেন কোহলি। তার এখনকার অবস্থান ১৩তম। কলকাতায় টাইগারদের বিপক্ষে সেই সেঞ্চুরির পর থেকে ২০২২ সালের জুলাই পর্যন্ত ১৮টি টেস্ট খেলেছেন তিনি। এ সময়ে তার ব্যাটিং গড় মোটে ২৭.২৫। রান করেছেন মাত্র ৮৭২। সর্বোচ্চ ইনিংস ৭৯ রানের। এ সময় কমেছে কোহলি ব্যাটিং গড়ও।
র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংলিশ ব্যাটার জো রুট। ৯২৩ পয়েন্ট নিয়ে তিনি দ্বিতীয় স্থানে থাকা মার্নাস ল্যাবুশেনের সঙ্গে ব্যবধান বাড়িয়েছেন। এটা রুটের ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্টও বটে। ৮৭৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছেন ল্যাবুশেন। ৮২৬ রেটিং নিয়ে তিন আরেক অজি ব্যাটার স্টিভ স্মিথ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০