৬ মাস পর ফিরে ম্যাচ সেরা ম্যাক্সওয়েল

0
309

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ শুরু হওয়ার আগমুহূর্তে স্বরূপে ফিরল অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের দল তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারতের বিপক্ষে ৬৬ রানের দারুণ এক জয় তুলে নিয়েছে। এ জয়ে হোয়াইটওয়াশ এড়াল অজিরা।

রাজকোটে এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। গত মার্চের পর চোট ও ব্যক্তিগত কারণে জাতীয় দলের জার্সিতে খেলা হয় নি তাঁর। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে থাকলেও খেলতে পারেন নি।

ভারতের বিপক্ষে প্রত্যাবর্তনের ম্যাচে দলের জয়ে বড় অবদান রাখেন ম্যাক্সওয়েল। বল হাতে ৪ উইকেট শিকার করার সুবাদে ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন তিনি। মিচেল মার্শ, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের আক্রমণাত্মক ফিফটিতে ৭ উইকেটে অস্ট্রেলিয়া পায় ৩৫৩ রানের সংগ্রহ।

ওপেনিংয়ে নামা মার্শের দুর্ভাগ্য ৪ রানের জন্য সেঞ্চুরি পাননি। ৮৪ বলে ৯৬ রানে কুলদীপের বলে আউট হয়েছেন। তাতে ছিল ১৩টি চার ৩টি ছয়। সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছিলেন স্মিথ ও লাবুশেন। স্মিথ ৬১ বলে ৮ চার ও ১ ছক্কায় ৭৪ রান করেছেন। লাবুশেন ৫৮ বলে ৯ চারে করেছেন ৭২।

জবাবে শুরুটা দারুণ ছিল স্বাগতিকদের। ওপেনিং জুটিতে যোগ হয় ৭৪। ওয়াশিংটন সুন্দর ১৮ রান করলেও আক্রমণাত্মক ব্যাটিংয়ে ঝড় তুলেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। ম্যাক্সওয়েলের বলে এই ওপেনার ফিরতি ক্যাচে আউট হতেই খেই হারায় ভারতের ইনিংস। বিরাট কোহলি ৬১ বলে ৫৬ রান করেন।

শ্রেয়াস আইয়ার ৪৩ বলে ৪৮ রান করলেও পরে যেরকম ব্যাটিংয়ের প্রয়োজন ছিল সেটার ছাপ ছিল না ভারতের ইনিংসে। তাতে ৪৯.৪ ওভারে ২৮৬ রানে ভারত গুটিয়ে যায়। বল হাতে ম্যাক্সওয়েল ছিলেন সেরা বোলার। ৪০ রানে ৪টি উইকেট নিয়েছেন। ৪২ রানে দুটি নিয়েছেন জশ হ্যাজেলউড।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here