স্পোর্টস ডেস্কঃ কোপা দেল রের শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে বার্সেলোনা। বুধবার রাতে ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬ মিনিটে দুই গোল করে শেষ ষোলোয় উঠে গেছে জাভি হার্নান্দেজের দল।
লিনারেস দেপোর্তিভোকে ২-১ গোলে হারিয়েছে বার্সা। হুগো দিয়াসের গোলে পিছিয়ে পড়া কাতালান ক্লাবটি সমতায় ফেরে উসমান দেম্বেলের নৈপুণ্যে। এরপর জয়সূচক গোলটি করেন বার্সা ‘বি’ দলের ফেররান হুতগ্লা।
শুরু থেকেই চেপে ধরেছিল লিনারেসকে। খেলার ধারার বিপরীতে ১৯তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পেয়েই এগিয়ে যায় তৃতীয় সারির ক্লাবটি।
এরপর দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে খেলতে নেমে দূরপাল্লার শটে বল জালে জড়ান দেম্বেলে। ছয় মিনিট পর হতগ্লার দারুণ গোলে সব শঙ্কা উড়িয়ে শেষ ষোলোয় পা রাখে জার্ভির দল।
পুরো ম্যাচে ৮১ শতাংশ বল নিজেদের দখলে রেখে গোলপোস্টে ৭ শট লক্ষ্যে রাখে বার্সা। বিপরীতে লিনারেস মাত্র ২ শট লক্ষ্যে রাখতে পারে। দীর্ঘদিন পর কাতালান ক্লাবে ফেরা ব্রাজিলিয়ান দানি আলভেজ শুরুর একাদশে ছিলেন এই ম্যাচে। খেলেছেন উইঙ্গারের ভূমিকায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০