৬ মিলিয়ন ইউরোয় দলবদল আর্জেন্টাইন ফরোয়ার্ডের

0
8

স্পোর্টস ডেস্কঃ বার্সেলোনাকে কোয়ার্টার ফাইনালে বিদায় করে এবারের ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আইনট্রাখট ফাঙ্কফুর্ট। ইউরোপিয়ান টুর্নামেন্টে এটি ছিল তাদের ৪২ বছর পর ট্রফি জয়ের স্বাদ। আসছে মৌসুমে দলের আক্রমণভাগ আরো শক্তিশালী করছেন জার্মান ক্লাবটি। নতুন মৌসুম শুরুর আগে আর্জেন্টাইন ফরোয়ার্ড লুকাস আলারিওকে দলে নিয়েছে তারা।

এক বিবৃতিতে ফ্রাঙ্কফুর্ট জানিয়েছে, ৬ মিলিয়ন ইউরোর বিনিয়মে আর্জেন্টিনার আলারিওকে দলে নিয়েছে তারা। ২০১৫ সালে আলবেসেলিস্তেদের জার্সিতে অভিষেক হয়েছিল এই ফরোয়ার্ডের। খেলেছেন কোপা আমেরিকাও। এখন পর্যন্ত জাতীয় দলে খেলেছনে ৪ ম্যাচ। তবে কোনো গোল করেন নি আর্জেন্টিনার জার্সিতে। সবশেষ গত মাসের লা ফিনালিসিমায় স্কোয়াডে ছিলেন তিনি।

বায়ার লেভারকুসেনের স্ট্রাইকার আলারিও দীর্ঘদিন ইনজুরির সাথে লড়াই করেছেন। জাতীয় দলের পারফর্মেন্স খুব দ্যুতি ছড়ানো না হলেও ক্লাব ক্যারিয়ারে বেশ উজ্জ্বল ছিলেন তিনি। রিভারপ্লেটে ৬২ ম্যাচে ২৬ গোল করে নজর কাড়েন আলারিও।

এরপর আলারিও সুযোগ পান লেভারকুসেনে। জার্মান ক্লাবটিতে ১৩২ ম্যাচ খেলেছেন তিনি। ১৩২ ম্যাচের লেভারকুসেন অধ্যায়ে আলারিও গোল করেছেন ৪৩টি। নতুন ক্লাব ফ্রাঙ্কফুর্টের সাথে তার ৩ বছরের চুক্তি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here