স্পোর্টস ডেস্কঃ দেশের সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অন্যদের চেয়ে যোজন যোজন এগিয়ে বিসিবি। দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার কাছে তাই প্রত্যাশার পারদও বেশি থাকে। দেশের বিভিন্ন দুর্যোগ কিংবা সংকটে বিসিবি সবসময়ই সামনে এগিয়ে এসেছে, বাড়িয়ে দিয়েছে সহায়তার হাত।
মানবিক কাজে বিসিবি বরাবর এগিয়ে এসেছে। আরও একবার এগিয়ে আসলো বিসিবি। দেশের ছিন্নমূল ও দুস্থ ৬ হাজার মানুষকে ঈদ উপলক্ষ্যে খাবার বিতরণ করেছে বিসিবি। সোমবার মিরপুরের একাডেমী মাঠে এই কর্মসূচির উদ্বোধন করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বিসিবির স্টাফদের দিয়ে প্রতিকী কর্মসূচি করেন পাপন। তবে এর বাইরেও, ঢাকা ও দেশের অন্যান্য জায়গায় বিভিন্নভাবে এই খাবার সামগ্রী বিতরণ করবে বিসিবি। মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতার পার্টির জন্য বিপুল অর্থ খরচ না করে, গরীব ও অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। আর সেই ডাকে সাড়া দিয়েই এমন কার্যক্রম বিসিবির।
এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দলের জন্য বলেছে, আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের জন্য। উনি যেটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই সময় ইফতার পার্টি করে লাখ লাখ টাকা খরচ না করে এটা যদি গরীবদের মাঝে বিতরণ করা যায়। এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। উনার নির্দেশ ক্রমে আমরা আসলে আজকে শুরু করেছি।’
পাপন আরও বলেন, ‘এখানকার (বিসিবি) যারা স্টাফ আছে বিশেষ করে গ্রাউন্ডস ম্যান, সিকিউরিটি, ক্লিনার, এদেরকে প্রতীকী হিসেবে দিলাম। সঙ্গে সঙ্গে বস্তিতে চলে গেছে, এখানকার মাদ্রাসা আছে, ঢাকার বাইরেও কয়েকটা ভেন্যুতে আমরা পাঠিয়ে দিচ্ছি। এখন এটা বিতরণ শুরু হয়ে যাবে। এই মুহূর্তে আমরা ৬ হাজার পরিবারের জন্য প্যাক করার পরিকল্পনা করেছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা