স্পোর্টস ডেস্ক:: দুর্দান্ত, রোমাঞ্চকর এক ম্যাচ। গাপটিলের এক সেঞ্চুরির জবাবে স্টার্লিং আর হ্যারি ট্যাক্টরের ‘ডাবল’ সেঞ্চুরিতে শক্তিশালী নিউজিল্যান্ডকে রীতিমতো কাঁপিয় দিয়ে ১ রানের হার আয়ারল্যান্ডের। ৩৬১ রানের বিশাল লক্ষ্যকে প্রায় ছুঁয়েই ফেলেছিলো আয়ারল্যান্ড। কিন্তুু শেষ পর্যন্ত আর পারেনি দলটি। মাত্র এক রানের জন্য হারতো হলো তাদেরকে।
মার্টিন গাপটিলের সেঞ্চুরিতে সিরিজের শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ড ৩৬১ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দেয় আয়ারল্যান্ডকে। কম যায়নি আইরশিরাও। সমান তালে লড়াই করে শেষ পর্যন্ত। শেষ বলে অভিজ্ঞতার কাছেই হারতে হলো তাদেরকে। ১ বলে তিন রানের সমীকরণ মেলাতে পারেনি দলটি। পল স্টার্লিং ও হ্যারি ট্যাক্টরের সেঞ্চুরিতে আয়ারল্যান্ডকে শেষ পর্যন্ত থেমে যেতে হয়েছে ৯ উইকেটে ৩৫৯ রানে।
টস জিতে আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড মার্টিন গাপটিলের শতক ও হেনরি নিকোলাসের অর্ধশতকে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৬০ রান তুলে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ১১৫ রান করেছেন গাপটিল। ১২৬ বলে ১৫ চার আর ২ ছক্কায় সেঞ্চুরির ইনিংসটি সাজান এই ব্যাটার। সাত চার ও তিন ছক্কায় ৫৪ বলে ৭৯ রান করেন হ্যানরি নিকোলাস। এছাড়াও ৪৭ রান করেন গ্রেন ফিলিপস।
আয়ারল্যান্ডের হয়ে জস লিটলি ২ উইকেট লাভ করেন।
৩৬১ রানের বিশাল টার্গেটে খেলতে নামা আয়ারল্যান্ড প্রায় জিতেই যাচ্ছিলো। পল স্টার্লিং ও হ্যারি ট্যাক্টরের জোড়া শতকে দলটি প্রায় জয়ের পথেই ছিলো। শেষ বলে ৩ রানের সমীকরণ মেটাতে পারেননি গ্রাহাম হিউম ও জস লিটল। শেষ পর্যন্ত তাই ৯ উইকেটে ৩৫৯ রানে থামতে হয় দলটিকে।
আইরিশদের হয়ে ওপেনার পল স্টার্লিং মাত্র ১০৩ বলে খেলেছেন ১২০ রানের নান্দনিক এক ইনিংস। কিউ বোলারদের তুলোধুনো করা ইনিংসে ১৪ চার ও ৫ ছক্কা হাঁকিয়েছেন তিনি। আরেক সেঞ্চুরিয়ান হ্যারি ট্যাক্টর ১০৬ বলে করেছেন ১০৮ রান। সাত চার ও পাঁচ ছক্কায় সাজিয়েছেন সেঞ্চুরির ইনিংসটি। এছাড়াও ২৬ রান করেন এন্ড্রি।
নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি ৪টি ও মিচেল স্যান্টনার ৩টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০