নিজস্ব প্রতিবেদক:: সিলেটে নারীদের এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করলো গতবারের রানার্সআপ ভারত। ৭৫ রানের বড় ব্যবধানে থাইল্যান্ডকে হারিয়েছে দলটি। বিকেলে দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ থেকে আসবে ফাইনাল ভারতের প্রতিদ্বন্ধী।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করা ভারত ১৪৮ রান তুলে। জবাবে খেলতে নামা থাইল্যান্ড ৭৪ রান তুলতে সমর্থ হয়।
১৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নামা থাই মেয়েরা ভারতের বোলারদের বিরুদ্ধে কোনো প্রতিরোধই গড়তে পারেনি। ধীর গতির ব্যাটিংয়ে নির্ধারিত ওভারে নয় উইকেটে মাত্র ৭৪ রান তুলতে সমর্থ হয় তারা। ইনিংস সর্বোচ্চ ২১ রান করে সংগ্রহ করে দু’জন ব্যাটার। অধিনায়ক নাউরোমেল চাওয়াই ৪১ বলে ২১ রান করেন। নাতেয়াও ২১ রান করেন ২৯ বলে। এক অঙ্কের কোটা পেরুতে পারেননি অন্য কোনো ব্যাটার।
ভারতের হয়ে দিপ্তী শর্মা ৩টি উইকেট লাভ করেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা ভারত ৬ উইকেটে ১৪৮ রান তুলে। ভারতের হয়ে ইনিংস সর্বোচ্চ ৪২ রান করেন ওপেনার শেফালি বার্মা। ২৮ বলে পাঁচ চার ও এক ছয়ে নিজের ইনিংসটি সাজান তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেছেন অধিনায়ক হারমানপ্রীত কাউর। ৩০ বলের চারটি চারও হাঁকিয়েছেন ভারতের অধিনায়ক। এছাড়াও ২৭ রান করেছেন জেমিমাহ। ১৭ রানে অপরাজিত থাকেন পূজা।
থাইল্যান্ডের হয়ে স্বর্ণানিন ৩টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০