স্পোর্টস ডেস্ক::বয়সের কোটা এখনো কিশোর পার করেনি ব্রাজিলিয়ান তরুণ ফুটবলারের। এরই মধ্যে পেয়ে গেলেন ক্যারিয়ারের বড় এক সাফল্য। রিয়াল মাদ্রিদ চুক্তি করেছে কিশোর এন্দ্রিক ফিলিপের সাথে। ৭৮০ কোটি টাকায় হয়েছে চুক্তি। আগে থেকেই আলোচনা ছিলো এই তরুণ যাচ্ছেন রিয়ালে।
ব্রাজিলিয়ান ক্লাব পালপেইরাস থেকে ৬০ মিলিয়ন ইউরোতে তাকে নিয়েছে রীযাল। এর সঙ্গে ট্যাক্সের আরো ১২ মিলিয়নও খরচ হয়েছে। সবমিলিয়ে বাংলাদেশী মুদ্রায় প্রায় ৭৮০ টাকা খরচ করতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। এই তরুণকে পেয়ে বেশ উচ্ছ্বসিত ক্লাবটিও।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, চুক্তি করা হলেও এখনি রিয়ালে যেতে পারবেন না এন্দ্রিক। ব্রাজিলের শিশু আইনে ১৮ বছরের কম বয়স হওয়াতেই রিয়ালে যাওয়া হচ্ছে না তার। ২০২৪ সালে বয়স ১৮ বছর হলেই রিয়ালে যাবেন তিনি।
ব্রাজিলিয়ান ভবিষ্যত তারকাকে বলা হচ্ছে এন্দ্রিককে।স পালমেইরাসের হয়ে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলেরও রেকর্ড গড়ে ফেলেছেন ইতিমধ্যে। দেশটির বয়স ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট গুলোতে আলো ছড়াচ্ছেন তিনি। যার কারণে আগেভাগেই রিয়াল তাকে চুক্তি বদ্ধ করে ফেললো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০00