নিজস্ব প্রতিবেদকঃ ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের শুরুটা বাজে হয়েছিল বাংলাদেশের। অস্ট্রেলিয়ায় তাদের বিপক্ষে ৭ গোল হজম করে ফিরতে হয়েছিল হাবিয়ের কাবরেরার দলকে। তবে এবার শক্তিশালী লেবাননকে ঘরের মাঠে রুখে দিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার পিছিয়ে পড়া দলকে দারুণ গোলে সমতায় ফিরিয়ে ম্যাচের নায়ক শেখ মোরসালিন। বসুন্ধরা কিংস অ্যারেনায় পিছিয়ে পড়ার পাঁচ মিনিট পর বক্সের বাইরে থেকে দৃষ্টিনন্দন গোলে বাংলাদেশকে সমতায় ফেরান এই তরুণ ফরোয়ার্ড।
ফিফা র্যাঙ্কিংয়ে ৭৯ ধাপ এগিয়ে থাকা লেবাননের বিপক্ষে পয়েন্ট পাওয়ায় খুশি বাংলাদেশ কোচ কাবরেরা। ম্যাচ শেষে এই স্প্যানিশ কোচ বলেন, ‘যেমনটা আশা করেছিলাম, তেমন কঠিন লড়াই হয়েছে। আশা করেছিলাম, লেবাননকে কঠিন পরীক্ষায় ফেলব, যারা র্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে ৭৯ ধাপ এগিয়ে, গত জুনেও আমরা তাদের মুখোমুখি হয়েছিলাম, তারা আমাদের চেয়ে অনেক ভালো দল। গত কয়েক মাসে আমরা কঠোর পরিশ্রম করেছি এবং আশাবাদী ছিলাম, আমরা ভালো লড়াই করতে পারব। চোখে চোখ রেখে লড়তে পারব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০