স্পোর্টস ডেস্ক:: সিলেট জেলা স্টেডিয়ামকে ফুটবলের আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার ৭ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন চেয়ার স্থাপন করে গ্যালারিতে। কিন্তুু বাংলাদেশ ফুটবল ফেডারেশন গ্যালারিতে চেয়ার স্থাপনের পর থেকে কোনো ম্যাচ দেয়নি সিলেটে।
বাফুফে কেন সিলেটে ম্যাচ আয়োজন করছে না? শুধু ঢাকাতেই কেন পড়ে থাকতে হবে? এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
রোববার ঢাকায় এক অনুষ্ঠানে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানান, বঙ্গবন্ধু স্টেডিয়ামে সংস্কার কাজ চলছে। চার বছর ধরে কাজ হচ্ছে। খেলার মাঠ নেই। তারা কি জঙ্গলে খেলবেন। এরপরই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ক্ষোভ ঝেড়েছেন।
জানিয়েছেন, সিলেটে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য ফেডারেশন সরকারের ৭ কোটি টাকা খরচ করে চেয়ার লাগিয়েছে। কিন্তুু সিলেটে ম্যাচ আয়োজন করা হচ্ছে না। চেয়ারগুলো নষ্ট হয়ে যাচ্ছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল একটি গণমাধ্যমকে বলেন, ‘বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের কথা বলে দুই থেকে তিন বছর আগে সিলেট স্টেডিয়ামের জন্য আমাদের কাছ থেকে ৭ কোটি টাকা দিয়ে চেয়ার লাগাল। এই চেয়ারগুলো তো আজকে নষ্ট হয়ে যাচ্ছে। কেন এত টাকা খরচ করে চেয়ারগুলো লাগাল? সরকারের এত টাকা খরচ করে এসব স্টেডিয়ামে কেন তারা খেলায় না? আমাদের টাকাগুলো কেন নষ্ট করতেছে তারা? তিনি ঢাকার চিন্তা করেন কেন? তিনি আন্তর্জাতিক ম্যাচ খেলবেন বলেই তো আমরা ৭ কোটি টাকা দিয়ে সিলেটে চেয়ার লাগিয়ে দিলাম।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০