স্পোর্টস ডেস্ক:: ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই দুই গোল। শেষের শেষ মিনিটে আরো দুই গোল। গোল পাল্টা গোলের রোমাঞ্চকর ম্যাচে মোহাম্মদ সালাদের লিভারপুল হারিয়েছে টটেনহ্যামকে। ইংলিশ প্রিমিয়ার লিগে সাত গোলের রোমাঞ্চকর এক ম্যাচ দেখেছেন সমর্থকেরা।
প্রথমার্ধে নিয়ন্ত্রণ দেখিয়ে ছিলো লিভারপুল। মিনিট পনেরোর ব্যবধানে তিন গোল দেওয়া দলটি প্রথমার্ধে এক গোলের সঙ্গে দ্বিতীয়ার্ধের আরো দুই গোল হজম করেছে। শেষ মূহুর্তে আবার গোল দিয়ে জয় নিশ্চিত করেছে সালাহরা।
ম্যাচের ৩য় মিনিটেই কার্টিস জোন্সের গোলে লিড নেয় লিভারপুল। দুই মিনিট পর ব্যবধান বাড়িয়ে নেন লুইস দিয়াস। ৫ম মিনিটেই তাই লিভারপুল এগিয়ে যায় ২-০ ব্যবধানে। এর মিনিট দশেক পরেই সালাহর গোলের ব্যবধান আরো বড় করে দলটি। টটেনহ্যাম নিজেদের রক্ষণে ভুল করলে পেনাল্টি পায় প্রতিপক্ষ। ১৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সালাহ। টটেনহ্যাম পিছিয়ে পড়ে ৩-০ গোলে।
প্রথমার্ধেই ব্যবধান কমায় টটেনহ্যাম। ম্যাচের ৩৯তম মিনিটে হ্যারি কেইন লিভারপুলের জালে বল পাঠিয়ে ব্যবধান ৩-১ করেন। তবে এগিয়ে থেকেই বিরতিতে যায় সালাহ’র দল।
দ্বিতীয়ার্ধের শুরুতে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। ৭৭তম মিনিটে সন হিউং-মিন লিভারপুলের জালে বল পাঠিয়ে ব্যবধান ৩-২ করে ফেলেন। এগিয়ে থেকেই নির্ধারিত সময় শেষ করা লিভারপুল। যোগ করা সময়েই ম্যাচে সমতা ফেরান টটেনহ্যামের রিচার্লিসন। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে তার গোলে স্কোর লাইন হয়ে যায় ৩-৩। সমতায় থাকা ম্যাচে পরের মিনিটেই টটেনহ্যামের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ডিয়াগো জটা। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে তার করা গোলে ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে পারে লিভারপুল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০