স্পোর্টস ডেস্কঃ দুঃস্বপ্নের মতো এক রাত কাটিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিভারপুলের বিপক্ষে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছে রেড ডেভিলরা। যৌথভাবে ক্লাবের ইতিহাসে সবচেয়ে বড় হার এটি। এর আগে একই ব্যবধানে ১৯২৬, ১৯৩০ ও ১৯৩১ সালে হেরেছিল ইউনাইটেড। ৯২ বছর পর ফের একই ব্যবধানে লজ্জার হার দেখল দলটি।
এমন হারের পেছনে খেলোয়াড়দের দায় দেখছেন ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। এমন ম্যাচ খেলা খেলোয়াড়দের জন্য অপেশাদার বলছেন তিনি। তিনি রেগে আছেন, সেটাও জানিয়েছেন। এই ম্যানচেস্টার ইউনাইটেডের সহজাত রূপ নয় বলে মনে করেন।
এরিক টেন হাগ বলেন, ‘প্রথমার্ধে আমরা ওদের চেয়ে ভালো ছিলাম। কৌশল ভালো ছিল আমাদের। শেষদিকে ভুল করে গোল খেয়ে বসি। তবে দ্বিতীয়ার্ধে আমরা নিজেদের মধ্যে ছিলাম না। অবাক হয়েছি আমি, এত সহজে খেলা ছেড়ে দেওয়ায়। এটা আমাদের মানের সাথে যায় না। দল হিসেবে আমরা খেলিনি। একে অপরকে সহযোগিতা করিনি। নিজেদের কাজটা করিনি।’
টেন হাগ আরও বলেন, ‘দ্বিতীয়ার্ধে আমাদের মধ্যে জেতার মানসিকতা ছিল না। পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি আমরা। আমাদের কাজটুকু ঠিকঠাক করতে পারিনি আমরা। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করিনি। অপেশাদার আচরণ ছিল। এটা মেনে নেওয়ার মতো না। আমি খুবই হতাশ এবং ক্ষুব্ধ।’
এই ম্যাচের আগে ম্যাচে ফেবারিট ছিল ইউনাইটেড। লিগ কাপ জিতেছে সদস্যই দলটি। এর বাইরে টানা ১১ ম্যাচ অপরাজিত আছে সব ফরম্যাট মিলিয়ে। তবে সবকিছুই উলটপালট হয়ে গেছে এক ম্যাচের ঝড়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post