৭ নম্বর জার্সি পেয়ে ব্রাজিলিয়ান তারকা বললেন রোনালদো তার আইডল

0
101

স্পোর্টস ডেস্ক:: বিশ্ব ফুটবলে ৭ নম্বর জার্সিটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবলের এই কিংবদন্তীর নম্বরের জার্সিটি রিয়ালের মতো বড় দলে পেয়েছেন ব্রাজিলিয়ান তরুণ তারকা ভিনিসিউস জুনিয়র।

এক সময় রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব ফুটবল মাতিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যিনি এখন সৌদীর ফুটবলের বড় তারকা। আল নাসরের বড় ভরসা। ২০১৮ সাল থেকে রিয়ালে খেলা ভিনিসিউস জুনিয়র এবার সুযোগ পেয়েছেন রোনালদো খেলে যাওয়া সাত নম্বর জার্সি।

ঐতিহ্য আর মর্যাদার সাত নম্বর জার্সি পেয়ে ব্রাজিলিয়ান তারকা বেশ উচ্ছ্বসিত। জানিয়েছেন, ক্রিস্টিয়ানো রোনালদো তার আইডল। ক্লাব সতীর্থ রদ্রিগোর সাথে আলাপকালে নিজের এমন অনুভূতি জানিয়েছেন তিনি। গণমাধ্যমে সেটি জানিয়েছেন রদ্রিগো।

মর্যাদার জার্সি নম্বরটি দেওয়ার জন্য ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভিনিসিউস জুনিয়র বলেন, ‘এই জার্সি পাওয়ায় আমি কৃতজ্ঞা। অনেক কিংবদন্তি প্লেয়ার এটা পরেছেন। আমার জন্য এটা অনেক বড় বিষয়।’

রোনালদো তার আইডল জানিয়ে ভিনিসিউস জুনিয়র আরো বলেন, ‘এই জার্সিটা আমার ছোটবেলা থেকে পছন্দ। আমি রোনালদোকে দেখে অনুপ্রাণিত হয়েছি। তার অনেক ভিডিও দেখেছি। ক্লাবে তিনি একটা নতুন যুগের শুরু করে দিয়ে গেছেন। আমার জন্য তিনি আইডল। রোনালদো অনেক শিরোপা জিতেছেন, তার কাছাকাছি যাওয়াও আমার জন্য বড় অর্জন।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here