নিজস্ব প্রতিবেদকঃ ২০১৭ সালে বিপিএলের পঞ্চম আসরে সবশেষ খেলেছিলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম। সেবার সিলেট সিক্সার্সের হয়ে মাঠ মাতিয়েছিলেন সাবেক এই পাকিস্তানি অধিনায়ক। এবার রংপুর রাইডার্সের জার্সিতে বিপিএলে প্রত্যাবর্তন হচ্ছে বাবরের।
সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে এবারের বিপিএলে আজ (মঙ্গলবার) নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুর একাদশে নিয়েছে বাবরকে। অন্যদিকে সিলেটও তাদের একাদশে পরিবর্তন এনেছে। আগের ম্যাচে হারা দলটি একাদশ থেকে বাদ দিয়েছে হ্যারি টেক্টরকে। তার জায়গায় একাদশে ঠাই হয়েছে দুশান হেমন্থর।
এদিকে সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজে বাবর ৫ ম্যাচে করেছেন ২১৩ রান। গড় ৪২.৬০ এবং স্ট্রাইক রেট ১৪২। তিনটি ফিফটিও করেছেন। নিউজিল্যান্ডের ফিন অ্যালেনের ২৭৫ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বাবর। গত রাতে তিনি নিউজিল্যান্ড থেকে ঢাকায় নেমে আজই ম্যাচ খেলছেন।
রংপুর রাইডার্স: ব্রেন্ডন কিং, রনি তালুকদার, বাবর আজম, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক/অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, শামিম পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, হাসান মুরাদ ও রিপন মন্ডল।
সিলেট স্ট্রাইকার্স: মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, ইয়াসির আলী রাব্বি, দুশান হেমন্ত, বেন কাটিং, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), বেনি হাওয়েল, তানজিম হাসান সাকিব, নাজমুল ইসলাম ও রিচার্ড এনগারাভা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post