৭ বল খেলেই ম্যাচ সেরা হওয়া ফিলিপসের আক্ষেপ

0
67

স্পোর্টস ডেস্কঃ শেষের রোমাঞ্চে রাজস্থান রয়্যালসকে হারাল সানরাইজার্স হায়দ্রাবাদ। রোববার পাহাড়সম লক্ষ্য তাড়ায় ৪ উইকেটে জিতেছে ২০১৬ আসরের চ্যাম্পিয়নরা। আগে ব্যাট করে ২১৪ রানের পাহাড় গড়ে রাজস্থান। জবাব দিতে নেমে শেষ ওভারের রোমাঞ্চে জয় পেয়েছে অ্যাইডেন মার্করামের দল।

শেষদিকে দুই ওভারে যখন ৪১ রান লাগত, ঠিক তখনই ৭ বলে ২৫ রানের ক্যামিও খেলেন গ্লেন ফিলিপস। এই ইনিংসের সুবাদে জয়ের ভিত পেয়ে যায় হায়দ্রাবাদ। ৩ ছক্কায় ২৫ রান করা ফিলিপস জেতের ম্যাচ সেরার পুরষ্কার। ম্যাচ শেষে এই ব্যাটার জানান, উইকেটে যাওয়ার পর কেবল শট খেলারই চিন্তা ছিল তার।

ফিলিপস বলেন, ‘পরিস্থিতিটাই এমন ছিল যে স্রেফ একটা পথই বেছে নিতে হতো। সৌভাগ্যবশত আজকে কাজে লেগেছে। আমি যা করেছি, ওই সময় দলের এটাই প্রয়োজন ছিল। অন্য কোনো দিন হয়তো এটা চেষ্টা করতে গেলে কাজে নাও লাগতে পারে। আজকে এটা কাজে লাগতে দেখে দারুণ খেলেছে। খুব মজা পেয়েছি ও উপভোগ করেছি।’

ফিলিপস আরো বলেন, ‘আমি যে বলে আউট হয়েছি, সেই বল মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া উচিত ছিল। বড় শট খেলার বল মাঠের বাইরে পাঠাতে পারিনি বলে হতাশ হয়েছি। শেষ ওভারে জয়ের জন্য আমাদের ১৭ রান দরকার ছিল। সেই অবস্থা থেকে সামাদ দলকে জিতিয়ে দিল। আমরা ভাগ্যের সহায়তাও পেয়েছি। নো-বল আমাদের সাহায্য করেছে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here