স্পোর্টস ডেস্ক:: এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)র’ মেন্স কাপে সৌদী আরবকে হারিয়েছে ওমান। সাত হাফ সেঞ্চুরির ম্যাচটিতে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন দু’জন। মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন সৌদীর ব্যাটার আব্দুল ওয়াহেদ। ১২ রানের জন্য শতক মিস করেছেন ওমানের যাতিন্দ্র সিং। ৬৬০ রানের ম্যাচে ৭২ রানের বড় ব্যবধানে সৌদীকে হারিয়েছে ওমান।
আগে ব্যাট করা ওমান পাঁচ হাফ সেঞ্চুরিতে ৩৬৬ রান তুলে। জবাবে খেলতে নামা সৌদী আরব ওয়াহেদের ৯৫ রানের ইনিংসের পরও হার এড়াতে পারেনি। ২৯৪ রানেই অলআউট হয়ে যায়।
টস হেরে ব্যাটিংয়ে নামা ওমান উদ্বোধনী জুটিতেই পায় বড় সংগ্রহের পূঁজি। যাতিন্দ্র সিং ও খায়েশ প্রজাপতির উদ্বোধনী জুটিতেই ১২৫ রান তুলে দলটি। ইনিং সর্বোচ্চ ৮৮ রান করেছেন যাতিন্দ্র সিং। মাত্র ১২ রানের জন্য তিন অঙ্কের ম্যাজিক ফিগিার ছোঁয়া হয়নি তার। ৭৯ বলে এগারো চার ও দুই ছক্কায় সাজান নিজের ইনিংসটি।
৭১ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ নাদিম। সৌদীর বোলারদের পিটিয়ে ৩৮ বলের ইনিংস সাজিয়েছেন ছয় চার ও চার ছক্কায়। ৬৮ রান করেছেন শোয়েব খান। আট চার ও দুই ছক্কায় সাজান ৭০ বলের ইনিংসটি। ৫৪ রান করেছেন অধিনায়ক জিসান মাকসুদ। ৫১ রান করেছেন ওপেনার প্রজাপতি।
সৌদীর হয়ে আরিফুর রহমান ৩টি ও আব্দুল ওয়াহেদ ২টি উইকেট লাভ করেন।
৩৬৭ রানের বড় টার্গেটে খেলতে নামা আব্দুল ওয়াহেদ ও সাদ খানের দুর্দান্ত ব্যাটিংয়েও হার এড়াতে পারেনি। ৫ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন ওয়াহেদ। ৯৫ রানের ইনিংসটি সাজিয়েছেন ৮৬ বলে ১৪ চার ও ১ ছক্কায়। দ্বিতীয় সর্বোচ্চ ৭৮ রান করেছেন সাদ খান। দশ চার ও এক ছক্কায় সাজানো ছিলো ৮০ বলের ইনিংসি। ৩৬ রান করেছেন অধিনায়ক হিসাম শেখ।
ওমানের হয়ে বিলাল ৪টি, জয় ৩টি ও জিসান ২টি করে উইকেট লাভ করেন।
৪ ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছেন ওমান। চার ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে চারে সৌদী আরব। ৫ পয়েন্ট নিয়ে নেপাল আছে দ্বিতীয় স্থানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post