স্পোর্টস ডেস্ক:: লা লিগায় বার্সার সময়টা ভালো যাচ্ছিলো না। সবশেষ টানা চার ম্যাচে লেভানডফস্কিরা জয়হীন ছিলো। এবার জয়েতো ফিরলোই, রীতিমতো গোল উৎসব করলো দলটি। লা লিগায় ভ্যালেন্সিয়াকে গত রাতে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।
বার্সার তারণ তরুণ তারকা ফার্মিন লোপে জােড়া গোল করেছেন, আবার জোড়া গোল অ্যাসিস্টও করেছেন। লোপেজ-লেভানডফস্কিদের দিনে ভ্যালেন্সিয়া রীতিমতো অসহায় ছিলো। একের পর এক গোলে বিধ্বস্ত হয়ে যায় দলটি।
টানা জয়হীন থাকার পর এই বড় জয়ে বার্সা ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠেছে। সাত পয়েন্ট বেশি নিয়ে সবার উপরে আছে রিয়াল মাদ্রিদ। বার্সার চেয়ে তিন পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ১৬ পয়েন্ট নিয়ে উনিশে থাকা ভ্যালেন্সিয়া আছে অবনমনের শঙ্কায়।
ম্যাচের তৃতীয় মিনিট থেকেই গোল উৎসব শুরু করেন ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং লামিন ইয়ামাল। ১-০ গোলে এগিয়েয যাওয়া বার্সা কিছুক্ষণ পরেই ডি ইয়ংয়ের পাস থেকেই আলেহান্দ্রো বালদে ফেরান তোরেসকে অ্যাসিস্ট করেন, দ্বিতীয় গোলও পেয়ে যায় বার্সেলোনা।
ম্যাচের ১৫তম মিনিটেই রাফিনিয়া তৃতীয় গোলটি করেন। ম্যাচের ২৪তমমিনিটে ফার্মিন লোপেজ চতুর্থ গোল করেন। বিরতির আগেই নিজের জোড়া গোল করে ৫-০ ব্যবধান এগিয়ে নেন বার্সাকে। বড় ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লেভানডফস্কিরা।
বিরতির পর ভ্যালেন্সিয়ার হয়ে হুগো দুরো একটি সান্ত্বনাসূচক গোল করেন। ম্যাচের শেষদিকে বদলি হিসেবে নামা রবার্ট লেওয়ানডস্কি এবং ভ্যালেন্সিয়ার সিজার তারেগার আত্মঘাতী গোলে ৭-১ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০