স্পোর্টস ডেস্কঃ স্বীকৃত ক্রিকেটে নতুন এক মাইলফলকে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের এই সুপারস্টার সব ধরনের স্বীকৃত ক্রিকেট মিলিয়ে ৮০০ ম্যাচ খেলার অনন্য এক কীর্তি গড়েছেন। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) শুক্রবার মাঠে নেমেই নতুন কীর্তিতে নাম লেখান এই বাঁহাতি অলরাউন্ডার।
এলপিএলে শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংস ও গল টাইটান্স। পাল্লেকেল্লেতে অনুষ্ঠিত ম্যাচটিত শুরু হয়েছে রাত ৮টায়। টস জিতে গল টাইটান্স অধিনায়ক দাসুন শানাকা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। যার ফলে আগে ফিল্ডিং করছে থিসারা পেরেরার নেতৃত্বাধীন জাফনা কিংস।
এই ম্যাচে গলের হয়ে খেলছেন সাকিব। আর ম্যাচের একাদশে নাম থাকার সাথে সাথেই মাইলফলকে নাম লেখান তিনি। স্বীকৃত ক্রিকেটে ৮০০ ম্যাচ খেলার এক অনন্য কীর্তি গড়েন বাংলাদেশি তারকা। এমন বিশেষ ম্যাচে সাকিবের প্রতিপক্ষ দলে আছেন আরেক বাংলাদেশি তাওহীদ হৃদয়। তিনি জাফনা কিংসের হয়ে এই ম্যাচে খেলছেন।
গল টাইটান্স একাদশ
দাসুন শানাকা (অধিনায়ক), শেভন ড্যানিয়েল, লাসিথ ক্রুসপুল্লে, ভানুকা রাজাপাকসে, টিম সেইফার্ট, সাকিব আল হাসান, লাহিরু সামারকুন, তাবরাইজ শামসি, কাসুন রাজিথা, আকিলা ধনাঞ্জয়া ও রিচার্ড নারাভা।
জাফনা কিংস একাদশ
থিসারা পেরেরা (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, চারিথ আসালঙ্কা, প্রিয়মল পেরেরা, তাওহীদ হৃদয়, ডেভিড মিলার, দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকশানা, বিজয়কান্ত বিয়াসকান্ত, দিলশান মধুশঙ্কা ও থিলিনা থুসারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা