স্পোর্টস ডেস্কঃ লা আভরের বিপক্ষে ম্যাচের শুরুতেই বাজে এক ফাউল করে লাল কার্ড দেখেন পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। তাতে পিএসজি এক জন কম নিয়ে খেলে ম্যাচের ৮০ মিনিট! তবু জিতেছে প্যারিসের দলটি। ফরাসি চ্যাম্পিয়নরা রোববার প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জিতেছে।
লা আভরের বিপক্ষে পিএসজির হয়ে গোল করেছেন কিলিয়ান এমবাপে ও ভিতিনহা। এ জয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানের শীর্ষস্থান আরও দৃঢ় করল পিএসজি। প্যারিসের ক্লাবটির ১৪ ম্যাচ শেষে পয়েন্ট ৩৩। দুইয়ে থাকা নিস সমান ম্যাচ খেলে ৪ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে আছে। আজকের হারে লা আভর রয়ে গেল নবম স্থানেই।
ম্যাচের শুরুতে বল বিপদমুক্ত করতে গিয়ে সামনে এসে পড়া লা আভরের স্ট্রাইকার জোসু কাসিমিরের ঘাড়ে লাথি মেরে বসেন দোন্নারুম্মা। কাসিমির মাঠে লুটিয়ে পড়লে দোন্নারুম্মাকে সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখান রেফারি বাস্তিয়েন দেচেপি। পিএসজি কোচ লুইস এনরিকেকে বাধ্য হয়ে নতুন গোলরক্ষক আরনাউ তেনাসকে নামাতে হয়।
২৩তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। ডান দিক থেকে সতীর্থের পাস বক্সের মুখে পেয়ে জোরাল শটে গোলটি করেন এমবাপে। লিগে টানা তিন ম্যাচে গোল পেলেন এমবাপে। লিগ ওয়ানের এবারের আসরে ১৩ ম্যাচে বিশ্বকাপ জয়ী তারকার গোল হলো ১৫টি। শেষ দিকে ব্যবধান বাড়ান ভিতিনহা। তাতে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post