৮ গোলের ম্যাচে ‘দুর্ভাগা’ ইরান

0
262

স্পোর্টস ডেস্ক:: আল খলিফা স্টেডিয়ামে বল মাঠে গড়ানোর আগেই ‘বিতর্ক’ ছড়িয়ে দেয় ইরান। এশিয়ার দেশটির ফুটবলাররা মাঠে জাতীয় সঙ্গীত গাননি। এরপর যখন ম্যাচ শুরু হলো, ইরানের সঙ্গী তখন ইনজুরি। মূল গোলরক্ষককে হারিয়ে ইংলিশদের কাছে বিপর্যস্ত হলো দেশটি

স্পিকারে জাতীয় সঙ্গীত বেজে উঠার সময় কণ্ঠ মেলাননি। দেশে সরকার বিরোধী আন্দোলনে একাত্মতা প্রকাশ করতেই ইরানি ফুটবলাররা জাতীয় সঙ্গীত গাননি। ম্যাচ শুরুর পরপরই দুর্ভাগ্য সঙ্গী হলো তাদের। ম্যাচের অষ্টম মিনিটেই গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দকে হারিয়ে ফেলে দলটি। মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন ইরানের গোলপোস্টের এই প্রহরী। দুর্ভাগ্য তখনি শুরু। দ্বিতীয় গোলরক্ষককে পেয়ে গোল উৎসবে মেতে উঠেন ইংল্যান্ডের ফুটবলাররা। একে একে ছয় গোল দিয়েছেন প্রতিপক্ষের জালে।

ম্যাচের প্রথমার্ধেই তিন গোল দিয়ে দেয় ইংল্যান্ড। ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগই পায়নি ইরান। দ্বিতীয়ার্ধে ইংল্যান্ড দিয়েছে আরো তিন গোল। জবাবে ইরান অবশ্য দুই গোল শোধ করেছে। ম্যাচের অন্তিম সময়ে পেনাল্টি থেকে গোল আদায় করে ব্যবধান কমায় দলটি।

ম্যাচের ৩৫তম মিনিটেই জুড বেলিংহামের গোল লিড নেয় ইংল্যান্ড। ১-০ গোলে এগিয়ে যাওয়া ইংল্যান্ডকে ৪৩তম মিনিটে ২-০ গোলে এগিয়ে দেন বুকায়ো সাকা। বিরতির আগে স্টারলিং ব্যবধান আরো বাড়িয়ে নেন। প্রথমার্ধের যোগ করা সময়ে তার গোল ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ইংলিশরা।

প্রথমার্ধেই পিছিয়ে পড়া ইরান দ্বিতীয়ার্ধে কিছুটা প্রতিরোধের চেষ্টা করে। তবে সাফল্যের দেখা পাচ্ছিলো না দলটি। ম্যাচের ৬২তম মিনিটে সাকা জোড়া গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন ৪-০ গোলে এগিয়ে দেন ইংলিশদের। এরপরই একটি গোল শোধ করে ইরান। ম্যাচের ৬৫তম মিনিটে মেহেদীর গোলে ব্যবধান কমায় দলটি।

তবে পরক্ষণেই আবার ব্যবধান বাড়িয়ে নেয় ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে বদলী নামা মার্কাস রাশফোর্ড কোচের আস্থার প্রতিদান দিয়ে ম্যাচের ৭১তম মিনিটে গোল করলে ইংল্যান্ড এগিয়ে যায় ৫-০ গোলে। রাশফোর্ডের পর এবার গোল করেন দ্বিতীয়ার্ধে বদলী নামা জ্যাক গ্রিলিশ। ম্যাচের শেষ সময়ে ৮৯তম মিনিটে ইরানের কফিনে শেষ পেরেক ঠুকে দেন তিনি। দলকে এগিয়ে দেন ৬-১ গোলে।

শেষ দিকে ইংলিশ ফুটবলাররা বিদজনক সীমানায় ফাউল করলে পেনাল্টি পায় ইরান। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)’র সহায়তায় রেফারি পেনাল্টির বাঁশি বাজালে মেহদী তাহমিদ স্পট কিক থেকে ব্যবধান কমান। তার জোড়া গোলে ৬-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে ইরানের ফুটবলররা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here