৮ মিলিয়ন ইউরো বেতনে ম্যানইউ ছেড়ে জুভেন্টাসে পগবা

0
10

স্পোর্টস ডেস্ক:: ১০৬ মিলিয়ন ডলারের বিনিময়ে ছেড়ে ছিলেন ক্লাব। ম্যানচেস্টার ইউনাইটেডে ছয় বছর কাটিয়ে আবারো জুভেন্টাসে ফিরে গেলেন পল পগবা। ২০১৬ সালে ‘বিশ্বরেকর্ড’ গড়ে জুভেন্টাস থেকে ম্যানইউতে যোগ দিয়ৈ ছিলেন চুক্তি।

ছয় বছরের চুক্তি শেষে পুনরায় নিজের পুরনো ক্লাবে ফিরেছেন পগবা। তবে এ যাত্রায় আর ট্রান্সফার ফি খরচ করতে হয়নি জুভেন্টাসকে। কারণ ম্যানইউতে তার চুক্তি ছিলো ছয় বছরের। চুক্তি শেষে বিনা ট্রান্সফার ফিতেই পগবাকে আবারো ফিরিয়ে নিয়েছে ক্লাবটি।

তবে এই তারকাকে মোটা অঙ্কের পারিশ্রমিক দিতে হবে ক্লাবটিকে। প্রতি বছর ফরাসি তারকাকে ৮ মিলিয়ন ইউরো বেতন দেবে জুভেন্টাস। এর আগে তিনি ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত এই ক্লাবে ছিলেন। তখন পর্যন্ত ১৭৮ ম্যাচে ৩৪ গোল করেছিলেন তিনি। অ্যাসিস্ট ছিলো ৪০টি গোলে।

২৯ বছর বয়সী এই ফরাসি তারকার সময়টা মোটেও যাচ্ছে না। ম্যানইউতে নিজের ছায়া হয়েই ছিলেন বেশ কয়েক দিন থেকে। তবে সাবেক তারকাকে ফিরে পেয়ে বেশ উচ্ছ্বসিত জুভেন্টাস। আনুষ্ঠানিক বিবৃতিতে সেই উচ্ছ্বাসের চিত্র ফুটে উঠেছে।

পল পগবাকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করে দেওয়া জুভেন্টাসের বিবৃতিতে লিখে- ‘তুরিন ফিরেছে পল পগবা। সে বালক হিসেবে আমাদের ছেড়েছে, এবার পুরুষ হিসেবে ফিরলো, যে কিনা একজন চ্যাম্পিয়ন। একটি জিনিস বদলায়নি, জুভেন্টাসের হয়ে তার ভালো খেলার স্পৃহা।’

প্রথম দফায় জুভেন্টাসে ১০ নম্বর জার্সিতে খেলেছিলেন এই ফরাসি তারকা। আবার ফিরেও পাচ্ছেন পুরনো জার্সি নম্বরই। আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা জুভেন্টাস ছেড়েছেন। ১০ নম্বর জার্সি ফ্রি আছে। পগবা ফিরে সেই ১০ নম্বর জার্সিই পাবেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here