৯টা চট্টগ্রাম গিয়ে ১০টায় অনুশীলেন নামলেন সাকিব

0
47

স্পোর্টস ডেস্ক:: সাকিব আল হাসান এমনই। অনুশীলন, চলা-ফেরা সবই তার নিজের নিয়মে। দলের সাথে তাই যাননি চট্টগ্রামে। আজ রোববার সকালে ৯টায় বন্দরনগরীতে গিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। সাগরিকায় ব্যাট-বল হাতে নেমে পড়েছেন ১০টায়ই।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ওয়ানডে আর প্রথম টি-২০ ম্যাচ খেলতে এখন চট্টগ্রামে অবস্থান করছে বাংলাদেশ ও ইংল্যান্ড দল। ৬ মার্চ সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ। এরই মধ্যে সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে সফরকারী দলের।

ওয়ানডে সিরিজ শেষেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে টি-২০ সিরিজ। ৯ মার্চ প্রথম টি-২০ মাঠে গড়াবে দুপুর ৩টায়। সাকিব আল হাসানের নেতৃত্বে ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে মাঠে নামবে বাংলাদেশ দল। দুই দল গতকালই চট্টগ্রামে পৌঁছে যায়। তবে ব্যক্তিগত কাজ থাকায় সাকিব যাননি দলের সঙ্গে।

আজ সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান সাকিব। এরপরই সাগরিকায় চলে যান সকাল ১০টায়। বাংলাদেশ দলের অনুশীলন শুরু হয়েছে সকাল থেকেই। বিকেলে অনুশীলন করবে সফরকারী ইংল্যান্ড দল।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here