স্পোর্টস ডেস্কঃ মারা গেলেন ইংল্যান্ডের সাবেক টেস্ট ক্রিকেটার জিম পার্কস। বুধবার ইংলিশরা হারিয়েছে তাঁদের সবচেয়ে বেশি বয়সী জীবিত সাবেক টেস্ট ক্রিকেটারকে। ৯০ বছর বয়সে মারা গেছেন সাবেক উইকেটকিপার পার্কস।
পার্কসের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তারই কাউন্টি ক্লাব সাসেক্স। একটি বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘সাসেক্স ক্রিকেট কষ্টের সঙ্গে অবগত করছে, ৯০ বছর বয়সে মারা গেছেন জিম পার্কস। গত সপ্তাহে বাসায় অসুস্থ হওয়ার পর আজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেছেন।’
ইংল্যান্ডের হয়ে পার্কস ২ শতকসহ টেস্টে ১৯৬২ রান করেন। তাঁর বাবা জিমও সাসেক্সে খেলেছেন এবং একটি টেস্ট খেলেছেন ইংল্যান্ডের হয়ে। মৃত্যুর আগ পর্যন্ত এই উইকেটরক্ষক ব্যাটারই ছিলেন ইংল্যান্ডের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ টেস্ট ক্রিকেটার। ১৯৫৪ থেকে ১৯৬৮ সালের মধ্যে ইংল্যান্ডের হয়ে ৪৬ টেস্ট খেলেন পার্কস।