৯ ওভারের ম্যাচ হবে বিশ্বকাপে

0
107

স্পোর্টস ডেস্কঃ বৃষ্টির বাঁধার কারণে এখনও মাঠে গড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচটি। হোবার্টের বেরিলিভ ওভালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল দুপুর ২টায়। তবে একই মাঠে ছিল বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ।

দুই বার বৃষ্টির বাঁধাপ্রাপ্ত হওয়ায় দিনের প্রথম ম্যাচটি দেরীতে শুরু হয়েছে। তবে নির্ধারিত ২০ ওভার করেই খেলা হয়েছে। পরবর্তীতে মাঠে গড়ানোর কথা ছিল প্রোটিয়াদের ম্যাচ। এই ম্যাচটির টস অনুষ্ঠিত হয়ে গেলেও, মাঠে গড়াতে পারেনি। বৃষ্টিতে বন্ধ থাকে ম্যাচ।

তবে আশার কথা, সেই বৃষ্টি থেমেছে এবং ম্যাচ আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যদিও পুরো ৪০ ওভারের খেলা হচ্ছে না। কার্টেল ওভারে প্রতি ইনিংসে ৯ ওভার করে ১৮ ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় ম্যাচ শুরু হয়েছে বিকাল ৪.৩৫টায়। হোবার্টের স্থানীয় সময় অনুযায়ী রাত ৯.৩৫টা।

এই ম্যাচে বৃষ্টির আগে হওয়া টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। যার ফলে আগে ফিল্ডিং করতে নেমেছে টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা।

জিম্বাবুয়ে একাদশ
ক্রেইগ আরভিন (অধিনায়ক), রেগিস চাকাভা, ওয়েসলে মাধেভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জঙ্গে, তেন্দাই চাতারা, রিচার্ড নারাভা ও ব্লেসিং মুজারাবানি।

দক্ষিণ আফ্রিকা একাদশ
টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রাইলি রুশো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ত্রিস্টান স্টুবস, ওয়েন পারনেল, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, অ্যানরিখ নরকিয়া ও লুঙ্গি এনগিডি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here