স্পোর্টস ডেস্ক: শিরোনাম দেখে চমকে উঠারই কথা। এক ম্যাচে একাদশেনর ৯ জনই বোলার। এটাই সত্য। বিপিএল মঙ্গলবার প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান ব্যবহার করেছেন নয় জন বোলার। শুধু মাত্র উইকেট কিপার সাঙ্গাকারা ও মেহেদী ছাড়া সবাই করেছেন বোলিং।
প্রতিপক্ষকে অল্প রানে আটকে রাখতে এজন্যই হয়তো ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান প্রথম ম্যাচে ব্যবহার করেন ৯ বোলার! কেবল দুই বোলার শেষ করেছেন তাদের কোটা।
পেসার মোহাম্মদ শহীদ ও ইংলিশ মিডিয়াম পেসার রবি বোপারা করেছেন চার ওভার করে। সাকিব নিজে করেছেন তিন ওভার। দুই ওভার করেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।
নাসির হোসেন, সাঞ্জামুল ইসলাম, আলাউদ্দিন বাবু ও মোসাদ্দেক হোসেন সৈকত এক ওভার করে বোলিং করেন। বৈচিত্র্যপূর্ণ বোলিং আক্রমণে সফলও হয়েছে ঢাকা। বরিশাল বুলসকে ১৪৮ রানে আটকে রেখেছে তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০