৯ মাস পর ক্যারিবিয়ান দলে জায়গা পেলেন হেটম্যায়ার

0
12

স্পোর্টস ডেস্কঃ ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন শিমরণ হেটম্যায়ার। এরপর থেকে আর জাতীয় দলে ডাক পাননি বাঁহাতি এই ব্যাটার। দীর্ঘ ৯ মাস পর অবশেষে জাতীয় দলের হয়ে ডাক পেয়েছেন তিনি।

আসন্ন ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট। আর সেখানে ডাকা হয়েছে হেটম্যায়ারকে। মূলত দীর্ঘদিন ফিটনেসজনিত সমস্যার কারণে দল থেকে বাদ পড়েছিলেন হেটম্যায়ার। আর সেই ফিটনেসে উন্নতি করায় ডাকা হয়েছে জাতীয় দলে।

তবে একই জায়গায় উন্নতি করতে পারেননি এভিন লুইস। যার ফলে বাংলাদেশ সিরিজের পর ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও জায়গা হয়নি এই বাঁহাতি ওপেনারের। ইনজুরির কারণে নাম নেই গুদাকেশ মতি ও শেলডন কটরেলের। এছাড়া ব্যক্তিগত কারণে খেলছেন না ফ্যাবিয়েন অ্যালেন।

আজ থেকে শুরু হতে যাচ্ছে ভারতের বিপক্ষে ক্যারিবিয়ানদের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর যথাক্রমে ১, ২, ৬ ও ৭ আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের বাকি চার টি-টোয়েন্টি। এই সিরিজ শেষে ১১, ১৩ ও ১৫ আগস্ট নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে উইন্ডিজ। দুটি সিরিজই ঘরের মাঠে খেলবে ক্যারিবিয়ানরা।

ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে উইন্ডিজের ১৬ সদস্যের টি-টোয়েন্টি দল
নিকোলাস পুরান (অধিনায়ক), ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, শামারাহ ব্রুকস, শিমরণ হেটম্যায়ার, ডেভন থমাস, রোভম্যান পাওয়েল, ওডিন স্মিথ, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, কিমো পল, ডমিনিক ড্র্যাকস, আলঝারি জোসেপ, ওবেদ ম্যাকয়, আকিল হোসেন ও হেইডেন ওয়ালশ জুনিয়র।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here